আজ দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যা

আজ সংগীত শিল্পী দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ‘গণমানুষের গান’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা, সাহিত্যিক এবং শ্রমিকসংগঠক সত্যেন সেন এর জন্মবার্ষিকী স্মরনে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম কুদ্দুছ, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ড. বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে সত্যেন সেনের গান ছাড়াও হেমাঙ্গ বিশ্বাস, লালন শাহ, সলিল চৌধুরী, বীরেণ চট্টোপাধ্যায়, ¯িœগ্ধা বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মাহমুদ সেলিম এবং শিল্পীর নিজের লেখা গান পরিবেশন করবেন।

গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী দিদারুল করিমের সংগীতে হাতেখড়ি বড় ভাই রেজাউল করিমের কাছে। পরে ফরিদপুরের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী করুণাময় অধিকারীর নিকট সংগীত শিক্ষা লাভ। ছোটবেলা থেকেই ফরিদপুরের শিশু সংগঠন ফুলকি, খেলাঘর, ফরিদপুর থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি ও বাংলাদেশ নজরুল সংস্থার সাথে যুক্ত। ছায়ানট থেকে নজরুল সংগীত বিষয়ে সমাপনী শেষ করেছেন। নজরুল সংগীত, আধুনিক গান ও ফোক গানের পাশাপাশি গণসংগীত পরিবেশন করেন। ইতিমধ্যে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষনা কেন্দ্রের উদ্যোগে এবং স্টেপ মিডিয়ার ব্যাবস্থাপনায় জাগরণের গান এর চারটি এলবামে কন্ঠ দিয়েছেন এবং সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র নিবেদিত তার প্রথম মিক্রড এলবাম ‘প্রাণে গানে অন্তরে’ এবং একক এলবাম ‘মানব তরনী’ প্রকাশিত হয়। কলকাতা থেকে প্রকাশিত হয় মৌলিক এলবাম ‘দলছুট মেঘ’। বর্তমানে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী দিদারুল করিম।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

আজ দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যা

বিনোদন প্রতিবেদক

image

আজ সংগীত শিল্পী দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ‘গণমানুষের গান’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা, সাহিত্যিক এবং শ্রমিকসংগঠক সত্যেন সেন এর জন্মবার্ষিকী স্মরনে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম কুদ্দুছ, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ড. বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে সত্যেন সেনের গান ছাড়াও হেমাঙ্গ বিশ্বাস, লালন শাহ, সলিল চৌধুরী, বীরেণ চট্টোপাধ্যায়, ¯িœগ্ধা বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মাহমুদ সেলিম এবং শিল্পীর নিজের লেখা গান পরিবেশন করবেন।

গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী দিদারুল করিমের সংগীতে হাতেখড়ি বড় ভাই রেজাউল করিমের কাছে। পরে ফরিদপুরের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী করুণাময় অধিকারীর নিকট সংগীত শিক্ষা লাভ। ছোটবেলা থেকেই ফরিদপুরের শিশু সংগঠন ফুলকি, খেলাঘর, ফরিদপুর থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি ও বাংলাদেশ নজরুল সংস্থার সাথে যুক্ত। ছায়ানট থেকে নজরুল সংগীত বিষয়ে সমাপনী শেষ করেছেন। নজরুল সংগীত, আধুনিক গান ও ফোক গানের পাশাপাশি গণসংগীত পরিবেশন করেন। ইতিমধ্যে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষনা কেন্দ্রের উদ্যোগে এবং স্টেপ মিডিয়ার ব্যাবস্থাপনায় জাগরণের গান এর চারটি এলবামে কন্ঠ দিয়েছেন এবং সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র নিবেদিত তার প্রথম মিক্রড এলবাম ‘প্রাণে গানে অন্তরে’ এবং একক এলবাম ‘মানব তরনী’ প্রকাশিত হয়। কলকাতা থেকে প্রকাশিত হয় মৌলিক এলবাম ‘দলছুট মেঘ’। বর্তমানে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী দিদারুল করিম।