হলিউডে এবার বাজে কাজে সেরা যারা

প্রতি বছর হলিউডে অস্কারের আগে বাজে কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। আনা দে আরমাস এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। প্রতীক্ষার প্রহর যখন ঘোষণা আসার জন্য তার ঠিক আগের রাতেই তাকে জানতে হলোÑ ২০২২ সালের বাজে সিনেমার ‘সেরা’ নির্বাচিত হয়েছে ব্লন্ড। নেটফ্লিক্সের এই ব্লন্ড সিনেমায় ভূবনমোহনী অভিনেত্রী মেরিলি মনরোর ভূমিকা রূপায়ন করেছেন আনা দে আরমাস। আর সেই সিনেমাই পেল ‘রেজি অ্যাওয়ার্ডস’। প্রতি বছর হলিউডে বাজে কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। আর মজার এই অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয় অস্কার আয়োজনের ঠিক আগের রাতে। সেরা বাজে সিনেমার খেতাব দেয়া হয়েছে আরমাস অভিনীত ব্লন্ড সিনেমাকে, যা পরিচালনা করেছেন অ্যান্ড্রু ডমিনিক। মনরোর বায়োপিক ব্লন্ডের পাশাপাশি জ্যারেড লেটো অভিনীত সিনেমা ‘মরবিয়াস’ এবং নির্মাতা বাজ লুহরম্যানের ‘এলভিস’ বাজেদের মধ্যে দুটি করে সেরার পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘এলভিস’-এ কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস পেয়েছেন সেরা বাজে পার্শ্ব অভিনেতার পুরস্কার (নাকি তিরস্কার)। অথচ এই এলভিস সিনেমাটি অস্কারে সেরা চলচ্চিত্রের মনোয়নে রয়েছে।

এবারের রেজি অ্যাওয়ার্ডসের ঘোষকরা সবচেয়ে মজার ঘটনাটি ঘটিয়েছেন সেরা অভিনেত্রী নির্বাচন করতে গিয়ে। এবার এই বিভাগে তারা নিজেরা নিজেদেরই পুরস্কৃত করেছে। এই বিভাগে সেরা বাজে অভিনেত্রী বিভাগে একটি শিশুকে মনোনীত করে ফেলেছিল, ১২ বছর বয়সী শিশু অভিনেত্রী রায়ান কিয়েরা আর্মস্ট্রংকে ‘ফায়ারস্টার্টার’ সিনেমায় অভিনয়ের জন্য। গত জানুয়ারিতে রেজি অ্যাওয়ার্ডসের উদ্যোক্তারা মনোনয়ন তালিকা প্রকাশের পর তাতে শিশু কিয়েরাকে দেখে সমালোচনার ঝড় ওঠে। সেই কারণে উদ্যোক্তারা ক্ষমা চেয়ে ভুল শুধরে নিজেদের সেই পুরস্কার দিয়েছে। বাজেদের মধ্যে সেরা যারা সিনেমা- নেটফ্লিক্সের অ্যান্ড্রু ডমিনিক পরিচালিত ‘ব্লন্ড’, অভিনেতা- জ্যারেড লেটো (মরবিয়াস), অভিনেত্রী- রেজি অ্যাওয়ার্ডস নিজেই, পার্শ্ব-অভিনেতা- টম হ্যাঙ্কস (এলভিস), বাজে পার্শ্ব-অভিনেত্রী- আদ্রিয়া আরজোনা (মরবিয়াস), রিমেক- ডিজনির ‘পিনোকিও’, নির্মাতা- কলসন বেকার ও মড সান (গুড মর্নিং), চিত্রনাট্য- ‘ব্লন্ড’ (অ্যান্ড্রু ডমিনিক)

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

হলিউডে এবার বাজে কাজে সেরা যারা

বিনোদন ডেস্ক

image

প্রতি বছর হলিউডে অস্কারের আগে বাজে কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। আনা দে আরমাস এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। প্রতীক্ষার প্রহর যখন ঘোষণা আসার জন্য তার ঠিক আগের রাতেই তাকে জানতে হলোÑ ২০২২ সালের বাজে সিনেমার ‘সেরা’ নির্বাচিত হয়েছে ব্লন্ড। নেটফ্লিক্সের এই ব্লন্ড সিনেমায় ভূবনমোহনী অভিনেত্রী মেরিলি মনরোর ভূমিকা রূপায়ন করেছেন আনা দে আরমাস। আর সেই সিনেমাই পেল ‘রেজি অ্যাওয়ার্ডস’। প্রতি বছর হলিউডে বাজে কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। আর মজার এই অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয় অস্কার আয়োজনের ঠিক আগের রাতে। সেরা বাজে সিনেমার খেতাব দেয়া হয়েছে আরমাস অভিনীত ব্লন্ড সিনেমাকে, যা পরিচালনা করেছেন অ্যান্ড্রু ডমিনিক। মনরোর বায়োপিক ব্লন্ডের পাশাপাশি জ্যারেড লেটো অভিনীত সিনেমা ‘মরবিয়াস’ এবং নির্মাতা বাজ লুহরম্যানের ‘এলভিস’ বাজেদের মধ্যে দুটি করে সেরার পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘এলভিস’-এ কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস পেয়েছেন সেরা বাজে পার্শ্ব অভিনেতার পুরস্কার (নাকি তিরস্কার)। অথচ এই এলভিস সিনেমাটি অস্কারে সেরা চলচ্চিত্রের মনোয়নে রয়েছে।

এবারের রেজি অ্যাওয়ার্ডসের ঘোষকরা সবচেয়ে মজার ঘটনাটি ঘটিয়েছেন সেরা অভিনেত্রী নির্বাচন করতে গিয়ে। এবার এই বিভাগে তারা নিজেরা নিজেদেরই পুরস্কৃত করেছে। এই বিভাগে সেরা বাজে অভিনেত্রী বিভাগে একটি শিশুকে মনোনীত করে ফেলেছিল, ১২ বছর বয়সী শিশু অভিনেত্রী রায়ান কিয়েরা আর্মস্ট্রংকে ‘ফায়ারস্টার্টার’ সিনেমায় অভিনয়ের জন্য। গত জানুয়ারিতে রেজি অ্যাওয়ার্ডসের উদ্যোক্তারা মনোনয়ন তালিকা প্রকাশের পর তাতে শিশু কিয়েরাকে দেখে সমালোচনার ঝড় ওঠে। সেই কারণে উদ্যোক্তারা ক্ষমা চেয়ে ভুল শুধরে নিজেদের সেই পুরস্কার দিয়েছে। বাজেদের মধ্যে সেরা যারা সিনেমা- নেটফ্লিক্সের অ্যান্ড্রু ডমিনিক পরিচালিত ‘ব্লন্ড’, অভিনেতা- জ্যারেড লেটো (মরবিয়াস), অভিনেত্রী- রেজি অ্যাওয়ার্ডস নিজেই, পার্শ্ব-অভিনেতা- টম হ্যাঙ্কস (এলভিস), বাজে পার্শ্ব-অভিনেত্রী- আদ্রিয়া আরজোনা (মরবিয়াস), রিমেক- ডিজনির ‘পিনোকিও’, নির্মাতা- কলসন বেকার ও মড সান (গুড মর্নিং), চিত্রনাট্য- ‘ব্লন্ড’ (অ্যান্ড্রু ডমিনিক)