পৃথক দুই বিস্ফোরণ : আরও ২ মৃত্যু

রাজধানীর সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তার নাম মো. জাহান সরদার (২৬)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেট ভবনের সামনের সড়কের বন্ধ থাকা লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় লেনটির অর্ধেক ব্যারিয়ার দিয়ে আটকে রাখা হয়েছে। গতকাল সকালে ভবনটির সামনের সড়ক খুলে দেয়া হয়। ফলে সকাল থেকেই সড়কটিতে সব ধরনের যান চলাচল করছে। এছাড়া ভবনটিতে পুলিশের নিরাপত্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কলাম মেরামতের কাজ করছে রাজউক।

জাহান সরদারের মা সেলিনা বেগম জানান, জাহানের বাবার নাম জাহাঙ্গীর সেলিম সরদার। স্বামীকে নিয়ে তিনি যাত্রাবাড়ী দনিয়া কলেজের পেছনে একটি বাড়িতে থাকেন। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার সফরমাল গ্রামে। তবে নানা বাড়ি নবাবগঞ্জ শুল্লা গ্রামে তাদের নিজেদেরও বাড়ি করা হয়েছে। সেখানে থেকে নবাবগঞ্জ ডিএন কলেজে অনার্সে ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষে পড়ালেখা করতেন জাহান। এক ভাই এক বোনের মধ্যে জাহান ছিলেন ছোট।

তার মা আরও জানান, পড়ালেখার পাশাপাশি যাত্রাবাড়ী শহিদ ফারুক রোডে তাজ সুপার মার্কেটে ২য় তলায় একটি দোকানে ১ বছর যাবৎ কাজ করে আসছিলেন জাহান। সপ্তাহে ৩ দিন ক্লাস করতেন আর ৩ দিন দোকানে কাজ করতেন। ঘটনার দিন জাহান নবাবগঞ্জ থেকে বাসে দনিয়ার বাসায় ফিরছিলেন। পথে গুলিস্তান রাস্তায় জ্যাম থাকায় বাস থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এর দুই মিনিট পরই বিস্ফোরণ হয়। এতে তার শরীর পুড়ে যায়। ফায়ার সার্ভিস জাহানের মুখ থেকে পরিবারের নম্বর নিয়ে তাদের ফোনে বিষয়টি জানান। এরপর হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পান তারা।

৭ মার্চ বিকেলে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন স্যানিটারি নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভবনের ২৪টি কলামের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৯টি। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি কলাম। ফলে মানুষের নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই বন্ধ থাকে ভবনের সামনের রাস্তার লেন। বিপরীত পাশের লেন দিয়ে গাড়ি চলাচল করলেও ব্যাপক যানজটে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা

শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায়ও ১ জনের মৃত্যু।

এদিকে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের আগে সায়েন্স ল্যাবরেটরির পাশে মিরপুর রোডের শিরিন ম্যানশনের বিস্ফোরণে দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নয় দিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। আহত আরও কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিকেল সূত্র জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মারা যাওয়া আয়েশা আক্তার আশা (২৬) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল । নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সাবু জানান, আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি থাকতেন হাজারীবাগ এলাকায়। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্সের কর্মী ছিলেন তিনি।

গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিকট বিস্ফোরণে পর ভবনের দেয়ালের আংশিক ধসে পরে, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি ভবন। ওই ঘটনায় সেদিনই তিনজনের মৃত্যু হয়, আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ৪০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে শিরিন ম্যানশনের বিস্ফোরণকে দুর্ঘটনা বলে ধারণা দিয়েছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ঢাকা মহানগর পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা মাঠে নামে। তাদের তদন্তেও এখন পর্যন্ত নাশকতার কোন আলামত মেলেনি। ঘটনার পর ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে এনে দন্ডবিধির ৩০৪(ক) ধারায় একটি মামলা করেছে। তবে কাউকে আসামি করা হয়নি।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

পৃথক দুই বিস্ফোরণ : আরও ২ মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তার নাম মো. জাহান সরদার (২৬)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেট ভবনের সামনের সড়কের বন্ধ থাকা লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় লেনটির অর্ধেক ব্যারিয়ার দিয়ে আটকে রাখা হয়েছে। গতকাল সকালে ভবনটির সামনের সড়ক খুলে দেয়া হয়। ফলে সকাল থেকেই সড়কটিতে সব ধরনের যান চলাচল করছে। এছাড়া ভবনটিতে পুলিশের নিরাপত্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কলাম মেরামতের কাজ করছে রাজউক।

জাহান সরদারের মা সেলিনা বেগম জানান, জাহানের বাবার নাম জাহাঙ্গীর সেলিম সরদার। স্বামীকে নিয়ে তিনি যাত্রাবাড়ী দনিয়া কলেজের পেছনে একটি বাড়িতে থাকেন। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার সফরমাল গ্রামে। তবে নানা বাড়ি নবাবগঞ্জ শুল্লা গ্রামে তাদের নিজেদেরও বাড়ি করা হয়েছে। সেখানে থেকে নবাবগঞ্জ ডিএন কলেজে অনার্সে ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষে পড়ালেখা করতেন জাহান। এক ভাই এক বোনের মধ্যে জাহান ছিলেন ছোট।

তার মা আরও জানান, পড়ালেখার পাশাপাশি যাত্রাবাড়ী শহিদ ফারুক রোডে তাজ সুপার মার্কেটে ২য় তলায় একটি দোকানে ১ বছর যাবৎ কাজ করে আসছিলেন জাহান। সপ্তাহে ৩ দিন ক্লাস করতেন আর ৩ দিন দোকানে কাজ করতেন। ঘটনার দিন জাহান নবাবগঞ্জ থেকে বাসে দনিয়ার বাসায় ফিরছিলেন। পথে গুলিস্তান রাস্তায় জ্যাম থাকায় বাস থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এর দুই মিনিট পরই বিস্ফোরণ হয়। এতে তার শরীর পুড়ে যায়। ফায়ার সার্ভিস জাহানের মুখ থেকে পরিবারের নম্বর নিয়ে তাদের ফোনে বিষয়টি জানান। এরপর হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পান তারা।

৭ মার্চ বিকেলে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন স্যানিটারি নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভবনের ২৪টি কলামের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৯টি। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি কলাম। ফলে মানুষের নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই বন্ধ থাকে ভবনের সামনের রাস্তার লেন। বিপরীত পাশের লেন দিয়ে গাড়ি চলাচল করলেও ব্যাপক যানজটে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা

শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায়ও ১ জনের মৃত্যু।

এদিকে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের আগে সায়েন্স ল্যাবরেটরির পাশে মিরপুর রোডের শিরিন ম্যানশনের বিস্ফোরণে দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নয় দিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। আহত আরও কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

মেডিকেল সূত্র জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মারা যাওয়া আয়েশা আক্তার আশা (২৬) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল । নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সাবু জানান, আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি থাকতেন হাজারীবাগ এলাকায়। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্স্যুরেন্সের কর্মী ছিলেন তিনি।

গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিকট বিস্ফোরণে পর ভবনের দেয়ালের আংশিক ধসে পরে, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি ভবন। ওই ঘটনায় সেদিনই তিনজনের মৃত্যু হয়, আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ৪০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে শিরিন ম্যানশনের বিস্ফোরণকে দুর্ঘটনা বলে ধারণা দিয়েছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ঢাকা মহানগর পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা মাঠে নামে। তাদের তদন্তেও এখন পর্যন্ত নাশকতার কোন আলামত মেলেনি। ঘটনার পর ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে এনে দন্ডবিধির ৩০৪(ক) ধারায় একটি মামলা করেছে। তবে কাউকে আসামি করা হয়নি।