শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজন

প্রথম শিশু-কিশোর নাট্য উৎসব

দিনাজপুরে সর্বমহলের প্রশংসা ও বিপুল সংখ্যক নাট্যপ্রেমীর ভালোবাসায় বেশ সফলভাবে শেষ হলো দিনাজপুরে প্রথম ৮ দিনব্যাপী শিশু-কিশোর নাট্য উৎসব। স্কুল জীবন থেকেই সংস্কৃতি চর্চার যে ক্ষেত্র তৈরি হলো তা ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে দিনাজপুরবাসীর কাছে।

‘শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে’ এই সেøাগানে দিনাজপুরে প্রথম শিশু-কিশোর নাট্য উৎসব শুরু করে শতবর্ষী সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’। ঋতুরাজ বসন্তের আবহে বর্ণিল আনন্দমুখর পরিবেশে উৎসবের আসর সাজিয়েছিল সৃজনশীল প্রতিষ্ঠানটি। আগামী ২০ মার্চ সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

গতকাল বিকেল ৫টায় দিনাজপুর একাডেমির প্রযোজনায় ও নুর ইসলামের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ছুটি’। নাটকের প্রধান চরিত্র ফটিক। অভিনয় করেছেন ফটিক চরিত্রে আয়শা সিদ্দিকা, মাখন চরিত্রে আনিকা আক্তার আয়শা, ফটিকের বন্ধু চরিত্রে মাইশা নূপুর, মিতু, নেহা রায়, আহনাফ আলম, অর্পিতা রায় গৌরী, সুমাইয়া আক্তার আঁখি, আয়শা সিদ্দিকা। ফটিকের মা চরিত্রে অঞ্জলী, বাঘা বাগদি চরিত্রে রোশনি, ফটিকের মামা বিশ্বম্ভর বাবু চরিত্রে অভি সাহা, ফটিকের মামী চরিত্রে প্রতীকসা প্রসাদ, ফটিকের তিন মামাতো ভাই চরিত্রে মো. আসাদুল ইসলাম কনক, গোলাপ চন্দ্র, মো. সিয়াম এবং দুজন পুলিশ চরিত্রে তুহিন বাবু ও মারুফ ইসলাম।

নাটক শেষে উপস্থিত দর্শকদের উদ্দেশে অভিমত ব্যক্ত করেন দিনাজপুর একাডেমির সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়, অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী, নাট্য সমিতির পক্ষে বিমান দাস।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরবীর প্রযোজনায় ড. টিটো রেদওয়ানের রচনা ও নির্দেশনায় ‘সুকুমার রায়’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মীন আরা পারভীনের নির্দেশনায় সম্বিত সাহার লেখা নাটক ‘খুকির শিক্ষা সফর’ নাটকটি মঞ্চস্থ হয়।

নাটক দেখতে আসা সাব্বির বলেন, দিনাজপুরে এটিই প্রথম শিশু নাট্য উৎসব। যা ব্যাপক সাড়া জাগিয়েছে। স্কুলপড়ুয়া ছেলে-মেয়েরা যা সুন্দর করে অভিনয় করছে, নাটকের সংলাপ বলছে তাতে মন জুড়িয়ে যাচ্ছে।

সাজেদা আক্তার বলেন, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা খুবই প্রয়োজন। এই শিশু নাট্য উৎসব আরও আগে করা প্রয়োজন ছিল। তারপরও দিনাজপুর নাট্য সমিতির এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে দিনাজপুরবাসীর কাছে।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সংলাপে জমে উঠে শতবর্ষী সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’র মঞ্চ। প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হয়। বিপুল সংখ্যক নাট্যপ্রেমী মানুষ দর্শনীর বিনিময়ে সুশৃঙ্খলভাবে নাটকগুলো উপভোগ করেন এবং শিশুদের অভিনয়ের ভূয়ষী প্রশংসা করেন।

উল্লেখ্য, এর আগে ৬ মার্চ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে প্রথম শিশু কিশোর নাট্য উৎসবের উদ্বোধন করা হয়। আনন্দ শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর নাট্য সমিতিতে গিয়ে শেষ হয়। সেখানে দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত নাট্যজন লিয়াকত আলী লাকী। সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতিতে উদ্বোধনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোমিনুল করিম, মিথিলা আকতার (১০ম শ্রেণীর শিক্ষার্থী), সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। এ সময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়াসহ বিভিন্ন সংগঠন ও নাট্য উৎসবের অংশগ্রহণকারী শিশুশিল্পীরা উপস্থিত ছিলেন।

নাট্য উৎসবে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মো. আলী অ্যান্ড ফয়জুন নেছা মেমো হাইস্কুল, কাব্যকুঞ্জ, নবরূপী, সোনালী নাট্য গোষ্ঠী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আমাদের থিয়েটার, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, উদীচী দিনাজপুর জেলা সংসদ, দিনাজপুর স্কুল অব লিবারেটরস, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গ্যালারি ষড়ং, জুবলী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি, ভৈরবী, দিনাজপুর শিল্পকলা একাডেমি অংশ নেয়।

উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় সম্বিত সাহার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ নাটকটি মঞ্চস্থ হয়। আগামী ২০ মার্চ সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী এবং দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় নয়ন বার্টেলের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চস্থ হবে।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজন

প্রথম শিশু-কিশোর নাট্য উৎসব

চিত্ত ঘোষ, দিনাজপুর

image

দিনাজপুর : ‘ছুটি’ মঞ্চস্থের পর গ্রুপ ছবিতে অভিনয় শিল্পী ও অতিথিরা সংবাদ

দিনাজপুরে সর্বমহলের প্রশংসা ও বিপুল সংখ্যক নাট্যপ্রেমীর ভালোবাসায় বেশ সফলভাবে শেষ হলো দিনাজপুরে প্রথম ৮ দিনব্যাপী শিশু-কিশোর নাট্য উৎসব। স্কুল জীবন থেকেই সংস্কৃতি চর্চার যে ক্ষেত্র তৈরি হলো তা ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে দিনাজপুরবাসীর কাছে।

‘শতবর্ষী মঞ্চ মুখরিত হোক শিশু-কিশোরদের সংলাপে’ এই সেøাগানে দিনাজপুরে প্রথম শিশু-কিশোর নাট্য উৎসব শুরু করে শতবর্ষী সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’। ঋতুরাজ বসন্তের আবহে বর্ণিল আনন্দমুখর পরিবেশে উৎসবের আসর সাজিয়েছিল সৃজনশীল প্রতিষ্ঠানটি। আগামী ২০ মার্চ সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

গতকাল বিকেল ৫টায় দিনাজপুর একাডেমির প্রযোজনায় ও নুর ইসলামের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ছুটি’। নাটকের প্রধান চরিত্র ফটিক। অভিনয় করেছেন ফটিক চরিত্রে আয়শা সিদ্দিকা, মাখন চরিত্রে আনিকা আক্তার আয়শা, ফটিকের বন্ধু চরিত্রে মাইশা নূপুর, মিতু, নেহা রায়, আহনাফ আলম, অর্পিতা রায় গৌরী, সুমাইয়া আক্তার আঁখি, আয়শা সিদ্দিকা। ফটিকের মা চরিত্রে অঞ্জলী, বাঘা বাগদি চরিত্রে রোশনি, ফটিকের মামা বিশ্বম্ভর বাবু চরিত্রে অভি সাহা, ফটিকের মামী চরিত্রে প্রতীকসা প্রসাদ, ফটিকের তিন মামাতো ভাই চরিত্রে মো. আসাদুল ইসলাম কনক, গোলাপ চন্দ্র, মো. সিয়াম এবং দুজন পুলিশ চরিত্রে তুহিন বাবু ও মারুফ ইসলাম।

নাটক শেষে উপস্থিত দর্শকদের উদ্দেশে অভিমত ব্যক্ত করেন দিনাজপুর একাডেমির সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়, অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী, নাট্য সমিতির পক্ষে বিমান দাস।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরবীর প্রযোজনায় ড. টিটো রেদওয়ানের রচনা ও নির্দেশনায় ‘সুকুমার রায়’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় মীন আরা পারভীনের নির্দেশনায় সম্বিত সাহার লেখা নাটক ‘খুকির শিক্ষা সফর’ নাটকটি মঞ্চস্থ হয়।

নাটক দেখতে আসা সাব্বির বলেন, দিনাজপুরে এটিই প্রথম শিশু নাট্য উৎসব। যা ব্যাপক সাড়া জাগিয়েছে। স্কুলপড়ুয়া ছেলে-মেয়েরা যা সুন্দর করে অভিনয় করছে, নাটকের সংলাপ বলছে তাতে মন জুড়িয়ে যাচ্ছে।

সাজেদা আক্তার বলেন, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা খুবই প্রয়োজন। এই শিশু নাট্য উৎসব আরও আগে করা প্রয়োজন ছিল। তারপরও দিনাজপুর নাট্য সমিতির এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে দিনাজপুরবাসীর কাছে।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সংলাপে জমে উঠে শতবর্ষী সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’র মঞ্চ। প্রতিদিন তিনটি করে নাটক মঞ্চস্থ হয়। বিপুল সংখ্যক নাট্যপ্রেমী মানুষ দর্শনীর বিনিময়ে সুশৃঙ্খলভাবে নাটকগুলো উপভোগ করেন এবং শিশুদের অভিনয়ের ভূয়ষী প্রশংসা করেন।

উল্লেখ্য, এর আগে ৬ মার্চ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে প্রথম শিশু কিশোর নাট্য উৎসবের উদ্বোধন করা হয়। আনন্দ শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর নাট্য সমিতিতে গিয়ে শেষ হয়। সেখানে দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত নাট্যজন লিয়াকত আলী লাকী। সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতিতে উদ্বোধনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোমিনুল করিম, মিথিলা আকতার (১০ম শ্রেণীর শিক্ষার্থী), সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। এ সময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়াসহ বিভিন্ন সংগঠন ও নাট্য উৎসবের অংশগ্রহণকারী শিশুশিল্পীরা উপস্থিত ছিলেন।

নাট্য উৎসবে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মো. আলী অ্যান্ড ফয়জুন নেছা মেমো হাইস্কুল, কাব্যকুঞ্জ, নবরূপী, সোনালী নাট্য গোষ্ঠী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আমাদের থিয়েটার, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, উদীচী দিনাজপুর জেলা সংসদ, দিনাজপুর স্কুল অব লিবারেটরস, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গ্যালারি ষড়ং, জুবলী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি, ভৈরবী, দিনাজপুর শিল্পকলা একাডেমি অংশ নেয়।

উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় সম্বিত সাহার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ নাটকটি মঞ্চস্থ হয়। আগামী ২০ মার্চ সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী এবং দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় নয়ন বার্টেলের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকটি মঞ্চস্থ হবে।