আবাহনীতে গেটারসনের জায়গায় নাইজেরিয়ান এমেকা

ফুটবল মৌসুমের শুরু থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেটারসন খেলেছিলেন ঢাকা আবাহনী লিমিটেডে। কিন্তু চোটের কারণে দলকে ঠিকমতো সার্ভিস দিতে পারেননি তিনি। অধিকাংশ সময়েই তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। তার অনুপস্থিতি কম ভুগায়নি আকাশী-নীল জার্সিধারীদের। তাই প্রিমিয়ার লীগে মধ্যবর্তী দলবদলে গেটারসনের জায়গায় পরীক্ষিত নাইজেরিয়ান এমেকা ওগবুগকে দলভুক্ত করেছে আবাহনী। ২০২১-২২ মৌসুমে সাইফের হয়ে প্রিমিয়ার লীগে ১৭ ম্যাচে ১২ গোল করেছিলেন এমেকা। এবার তাকে ঘিরে আশাবাদী আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। তার কথায়, ‘আমরা গেটারসনের জায়গায় ওগবুগকে নিয়েছি। আশা করছি, তার কাছ থেকে কাক্সিক্ষত পারফরম্যান্স পাওয়া যাবে।’ পয়েন্ট টেবিলে এই মৌসুমে প্রিমিয়ার ফুটবল লীগে বসুন্ধরা কিংসের পরই ঢাকা আবাহনীর অবস্থান। এছাড়া ফেডারেশন কাপ ও সুপার কাপ তো রয়েছেই। এখন কলিনদ্রেস এবং ওগবুগের হাত ধরে লীগের দ্বিতীয় পর্বে সাফল্য চাইছে ঢাকার আকাশী হলুদ শিবির।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

আবাহনীতে গেটারসনের জায়গায় নাইজেরিয়ান এমেকা

ক্রীড়া বার্তা পরিবেশক

ফুটবল মৌসুমের শুরু থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেটারসন খেলেছিলেন ঢাকা আবাহনী লিমিটেডে। কিন্তু চোটের কারণে দলকে ঠিকমতো সার্ভিস দিতে পারেননি তিনি। অধিকাংশ সময়েই তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। তার অনুপস্থিতি কম ভুগায়নি আকাশী-নীল জার্সিধারীদের। তাই প্রিমিয়ার লীগে মধ্যবর্তী দলবদলে গেটারসনের জায়গায় পরীক্ষিত নাইজেরিয়ান এমেকা ওগবুগকে দলভুক্ত করেছে আবাহনী। ২০২১-২২ মৌসুমে সাইফের হয়ে প্রিমিয়ার লীগে ১৭ ম্যাচে ১২ গোল করেছিলেন এমেকা। এবার তাকে ঘিরে আশাবাদী আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। তার কথায়, ‘আমরা গেটারসনের জায়গায় ওগবুগকে নিয়েছি। আশা করছি, তার কাছ থেকে কাক্সিক্ষত পারফরম্যান্স পাওয়া যাবে।’ পয়েন্ট টেবিলে এই মৌসুমে প্রিমিয়ার ফুটবল লীগে বসুন্ধরা কিংসের পরই ঢাকা আবাহনীর অবস্থান। এছাড়া ফেডারেশন কাপ ও সুপার কাপ তো রয়েছেই। এখন কলিনদ্রেস এবং ওগবুগের হাত ধরে লীগের দ্বিতীয় পর্বে সাফল্য চাইছে ঢাকার আকাশী হলুদ শিবির।