বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন

দেশে বিস্ফোরণ ও অগ্নিকান্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনায় উৎসুক জনতা ভিড় জমায়। শুধু বিস্ফোরণ ও অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা-ই নয়, যেকোন দুর্ঘটনায় আমজনতার অবস্থান লক্ষণীয়। অতিরিক্ত এ জনসমাগমের কারণে উদ্ধার কাজও সঠিক সময়ে যেমন করা যায় না, ঠিক তেমনি অ্যাম্বুলেন্স, রোবার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও যথাসময়ে উপস্থিত হতে হিমশিম খেয়ে যায়।

ফলে ঘটনার ক্ষয়ক্ষতি আরও বেশি হয়। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, উৎসুক জনতা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও বাংলাদেশে তার অবস্থা অতি নগণ্য। পক্ষান্তরে, আমজনতা সাহায্য করার পরিবর্তে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, কেউ বা মানিব্যাগ, মোবাইল, টাকা ইত্যাদি প্রযোজনীয় জিনিসপত্র হাতিয়ে নিতে ব্যস্ত থাকে। সম্প্রতি গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ঘটনাস্থলে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করার সময় তার মানিব্যাগ আর মোবাইল হারিয়ে যায়। প্রশ্ন জাগে, আমাদের মূল্যবোধ আর নৈতিকতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যদি উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব- যেকোন দুর্ঘটনায় উদ্ধারকারী এবং সাহায্যকারী ছাড়া অন্য কোনো অহেতুক লোকের ভিড় থাকে না। ফলে খুব দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যায়।

একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল হওয়ার সাথে সাথে আমরা সবাই দেশের আইনকে মেনে চলি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। যেকোনো দুর্ঘটনায় অহেতুক দর্শকের ভূমিকা পালন না করে আসুন মানবিক হয়ে উদ্ধার কর্মীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

ওমর ফারুক

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন

দেশে বিস্ফোরণ ও অগ্নিকান্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনায় উৎসুক জনতা ভিড় জমায়। শুধু বিস্ফোরণ ও অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা-ই নয়, যেকোন দুর্ঘটনায় আমজনতার অবস্থান লক্ষণীয়। অতিরিক্ত এ জনসমাগমের কারণে উদ্ধার কাজও সঠিক সময়ে যেমন করা যায় না, ঠিক তেমনি অ্যাম্বুলেন্স, রোবার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও যথাসময়ে উপস্থিত হতে হিমশিম খেয়ে যায়।

ফলে ঘটনার ক্ষয়ক্ষতি আরও বেশি হয়। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, উৎসুক জনতা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও বাংলাদেশে তার অবস্থা অতি নগণ্য। পক্ষান্তরে, আমজনতা সাহায্য করার পরিবর্তে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত, কেউ বা মানিব্যাগ, মোবাইল, টাকা ইত্যাদি প্রযোজনীয় জিনিসপত্র হাতিয়ে নিতে ব্যস্ত থাকে। সম্প্রতি গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ঘটনাস্থলে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করার সময় তার মানিব্যাগ আর মোবাইল হারিয়ে যায়। প্রশ্ন জাগে, আমাদের মূল্যবোধ আর নৈতিকতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা যদি উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব- যেকোন দুর্ঘটনায় উদ্ধারকারী এবং সাহায্যকারী ছাড়া অন্য কোনো অহেতুক লোকের ভিড় থাকে না। ফলে খুব দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যায়।

একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল হওয়ার সাথে সাথে আমরা সবাই দেশের আইনকে মেনে চলি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। যেকোনো দুর্ঘটনায় অহেতুক দর্শকের ভূমিকা পালন না করে আসুন মানবিক হয়ে উদ্ধার কর্মীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

ওমর ফারুক