বেসিক ব্যাংকে ‘ম্যাগপাই’ অ্যাপ উদ্বোধন

ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।

image
আরও খবর
১০ দিনে ৬৮ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স
যুক্তরাষ্ট্রের মতো ব্যাংক বন্ধ করে দেয়ার পর্যায়ে আসেনি বাংলাদেশ : মশিউর রহমান
অন্য দেশের ব্যবসায়ীরা রজমানে ছাড় দেয়, বাংলাদেশে তার উল্টো : বাণিজ্যমন্ত্রী
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন
‘গ্রাহকদের টাকা সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হবে না’
ঢাকা মোটর শোতে অংশগ্রহণ করছে পদ্মা ব্যাংক
সোনালী ব্যাংকে ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু
অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৩
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে পুরস্কার
এবি ব্যাংকের তাজমহল রোড উপশাখা উদ্বোধন
এক্সিম ব্যাংকের নেতৃত্বে ফেনীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০২ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

বেসিক ব্যাংকে ‘ম্যাগপাই’ অ্যাপ উদ্বোধন

image

ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।