ময়মনসিংহ থেকে চুরি করে আশুলিয়ায় বিক্রি গ্রেপ্তার ৪, স্বীকারোক্তি

সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্যরা ময়মনসিংহের মুক্তাগাছা থেকে লেগুনা ও প্রাইভেটকার চুরি করে। পরে ঢাকার আশুলিয়ায় নিয়ে ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। এই চক্র ৪ থেকে ৫টি গ্রুপে ভাগ হয়ে গাড়ি চুরি ও বিক্রি করে। এ পর্যন্ত তারা একাধিক গাড়ি চুরি করেছে বলে স্বীকার করেছে। ২ আমর্ড পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় সংবাদকে এই সব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো, পারভেজ উদ্দিন ফরাজি, মো. জহির, ফিরোজ আলম ও শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুক্তাগাছা ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলি আহমদ খান জানান, সম্প্রতি মুক্তাগাছা পৌরসভা এলাকা থেকে একটি লেগুনা রাতে চুরি হয়। এমন খবরের ভিত্তিতে ২ এপিবিএনের এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। তারা ঘটনার স্থলে ভিডিও ফুটেজ দেখে এক অভিযুক্তকে শনাক্ত করে। তাকে এপিবিএন অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে আশুলিয়া ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মতে চুরি হওয়া গাড়ির পার্টস খুলে বিক্রি করা ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ উদ্ধার করছে। এই চক্র এর আগেও একাধিক লেগুনা ও প্রাইভেটকার এবং অটোরিকশা চুরি করেছে। এরপর প্রতিটি গাড়ির ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ খুলে ও কেটে টুকরো টুকরো করে বিক্রি করেছে। বিক্রি করা প্রতিটি চোরাই গাড়ির ইঞ্জিনের দাম ৬০ হাজার টাকা বিক্রি করছে। এইভাবে অন্য যন্ত্রাংশ তারা সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চোর চক্রে মোট ৪ থেকে ৫টি গ্রুপ রয়েছে। এক গ্রুপ গাড়ি চুরি করত। এরপর অন্য রিসিভ গ্রুপের কাছে দেয়। রিসিভ গ্রুপ বিক্রি করার জন্য মিডিয়া গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। অন্যরা গাড়ির পার্টস ও যন্ত্রাংশ খুলে বিক্রি করে। এই চক্র গতকাল পর্যন্ত ৭ থেকে ৮টি লেগুনা চুরি করেছে। আর ২টি প্রাইভেটকার চুরির কথাও স্বীকার করেছে। এছাড়াও অসংখ্য অটোরিকশা তারা চুরি করে পার্টস খুলে বিক্রি করছে। তাদের একাধিক চোর গ্রুপ আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাড়ি চুরি করে ও পরে তার পার্টসগুলি খুলে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে ৪ থেকে ৫টি গ্রুপ আছে। তারা সংর্ঘবদ্ধ ভাবে গাড়ি চুরি করে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০২ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

আন্তজেলা গাড়ি চোর চক্রের সন্ধান

ময়মনসিংহ থেকে চুরি করে আশুলিয়ায় বিক্রি গ্রেপ্তার ৪, স্বীকারোক্তি

নিজস্ব বার্তা পরিবেশক

সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্যরা ময়মনসিংহের মুক্তাগাছা থেকে লেগুনা ও প্রাইভেটকার চুরি করে। পরে ঢাকার আশুলিয়ায় নিয়ে ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। এই চক্র ৪ থেকে ৫টি গ্রুপে ভাগ হয়ে গাড়ি চুরি ও বিক্রি করে। এ পর্যন্ত তারা একাধিক গাড়ি চুরি করেছে বলে স্বীকার করেছে। ২ আমর্ড পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় সংবাদকে এই সব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো, পারভেজ উদ্দিন ফরাজি, মো. জহির, ফিরোজ আলম ও শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুক্তাগাছা ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলি আহমদ খান জানান, সম্প্রতি মুক্তাগাছা পৌরসভা এলাকা থেকে একটি লেগুনা রাতে চুরি হয়। এমন খবরের ভিত্তিতে ২ এপিবিএনের এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। তারা ঘটনার স্থলে ভিডিও ফুটেজ দেখে এক অভিযুক্তকে শনাক্ত করে। তাকে এপিবিএন অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে আশুলিয়া ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মতে চুরি হওয়া গাড়ির পার্টস খুলে বিক্রি করা ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ উদ্ধার করছে। এই চক্র এর আগেও একাধিক লেগুনা ও প্রাইভেটকার এবং অটোরিকশা চুরি করেছে। এরপর প্রতিটি গাড়ির ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ খুলে ও কেটে টুকরো টুকরো করে বিক্রি করেছে। বিক্রি করা প্রতিটি চোরাই গাড়ির ইঞ্জিনের দাম ৬০ হাজার টাকা বিক্রি করছে। এইভাবে অন্য যন্ত্রাংশ তারা সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চোর চক্রে মোট ৪ থেকে ৫টি গ্রুপ রয়েছে। এক গ্রুপ গাড়ি চুরি করত। এরপর অন্য রিসিভ গ্রুপের কাছে দেয়। রিসিভ গ্রুপ বিক্রি করার জন্য মিডিয়া গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। অন্যরা গাড়ির পার্টস ও যন্ত্রাংশ খুলে বিক্রি করে। এই চক্র গতকাল পর্যন্ত ৭ থেকে ৮টি লেগুনা চুরি করেছে। আর ২টি প্রাইভেটকার চুরির কথাও স্বীকার করেছে। এছাড়াও অসংখ্য অটোরিকশা তারা চুরি করে পার্টস খুলে বিক্রি করছে। তাদের একাধিক চোর গ্রুপ আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাড়ি চুরি করে ও পরে তার পার্টসগুলি খুলে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে ৪ থেকে ৫টি গ্রুপ আছে। তারা সংর্ঘবদ্ধ ভাবে গাড়ি চুরি করে বলে জানিয়েছে।