অবৈধভাবে জাটকা ধরায় আটক ২৬

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সময় ২১ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল, ৭টি মাছ ধরার নৌকা ও ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত বুধবার সকালে চাঁদপুর নৌ- থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।

ওসি বলেন, গত মঙ্গলবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেদেরকে অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০২ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

অবৈধভাবে জাটকা ধরায় আটক ২৬

সংবাদদাতা, চাঁদপুর

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সময় ২১ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল, ৭টি মাছ ধরার নৌকা ও ৯৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত বুধবার সকালে চাঁদপুর নৌ- থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।

ওসি বলেন, গত মঙ্গলবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেদেরকে অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।