নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক জাকির হাওলাদারের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বারইখালী খালে তল্লাশি চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ খুঁজে পায়। এর আগে বেলা সাড়ে ১০টার দিকে সন্ন্যাসী এলাকার রুস্তুম হাওরাদারের ছেলে জাকির মাথায় আঘাত পেয়ে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন।

জাকিরের স্ত্রী ও ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

জানা গেছে, জাকির হাওলাদার মোরেলগঞ্জের ফেরদৌস শেখের বালু আনলোডের জাহাজে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার দুটি জাহাজ ওই আনলোড জাহাজের কাছে নোঙর করতে গেলে দুই জাহাজের ধাক্কায় মাথায় আঘাত লাগে জাকিরের।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নিখোঁজ জাকিরের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে ।

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০২ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক জাকির হাওলাদারের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বারইখালী খালে তল্লাশি চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ খুঁজে পায়। এর আগে বেলা সাড়ে ১০টার দিকে সন্ন্যাসী এলাকার রুস্তুম হাওরাদারের ছেলে জাকির মাথায় আঘাত পেয়ে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন।

জাকিরের স্ত্রী ও ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

জানা গেছে, জাকির হাওলাদার মোরেলগঞ্জের ফেরদৌস শেখের বালু আনলোডের জাহাজে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার দুটি জাহাজ ওই আনলোড জাহাজের কাছে নোঙর করতে গেলে দুই জাহাজের ধাক্কায় মাথায় আঘাত লাগে জাকিরের।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নিখোঁজ জাকিরের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে ।