বাংলাদেশে পরিবর্তন আসবে না মাহিন্দ্রার চলমান ব্যবসায়

ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে না। তবে নতুন ব্যবসার উদ্দেশে খোলা একটি কোম্পানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে মাহিন্দ্র বাংলাদেশ নামে নতুন এ কোম্পানির নিবন্ধন নেয়া হয়েছিল নতুন ব্যবসার উদ্দেশে। এখন সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গণমাধ্যমে এক বিবৃতিতে মাহিন্দ্রা বলেছে, চার বছর আগে তাদের মালিকানায় একটি নতুন কোম্পানি খোলা হয়েছিল, যার নাম ছিল মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (এমবিপিএল)। উদ্দেশ্য ছিল বাংলাদেশে গাড়ি আমদানি করা।

এই কোম্পানির গত চার বছর ধরে কার্যক্রম ছিল না এবং তাই এটিকে বন্ধ করা হয়েছে। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়। মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কোম্পানিটি বন্ধ করা হলেও বাংলাদেশে মাহিন্দ্রার চলমান ব্যবসায় কোন পরিবর্তন আসবে না। বাংলাদেশে মাহিন্দ্রার বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এ দেশের দুইটি ব্যবসায়ী গ্রুপ। সেগুলো হলো- র‌্যাংগস গ্রুপ ও কর্ণফুলী গ্রুপ। র?্যাংগস গ্রুপের দুটো প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস ও র‌্যানকন মোটরস মাহিন্দ্রার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। এসব প্রতিষ্ঠান মূলত পরিবেশক হিসেবে বাংলাদেশে মাহিন্দ্রা গাড়ি বাজারজাত করে থাকে। এ ব্যবসায় কোন পরিবর্তন আসছে না বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে। মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালে তারা যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর বা আরজেএসসি থেকে তাদের নতুন কোম্পানির জন্য নিবন্ধন নিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা কাগজে-কলমে টিকে থাকা কোম্পানিটি গুটিয়ে নেয়া বা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে মাহিন্দ্রার বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসা রয়েছে। এরমধ্যে মাহিন্দ্রার পিকআপসহ ফোর হুইলার গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত র‌্যাংগস মোটরস।

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ , ০৩ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

বাংলাদেশে পরিবর্তন আসবে না মাহিন্দ্রার চলমান ব্যবসায়

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে না। তবে নতুন ব্যবসার উদ্দেশে খোলা একটি কোম্পানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে মাহিন্দ্র বাংলাদেশ নামে নতুন এ কোম্পানির নিবন্ধন নেয়া হয়েছিল নতুন ব্যবসার উদ্দেশে। এখন সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গণমাধ্যমে এক বিবৃতিতে মাহিন্দ্রা বলেছে, চার বছর আগে তাদের মালিকানায় একটি নতুন কোম্পানি খোলা হয়েছিল, যার নাম ছিল মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (এমবিপিএল)। উদ্দেশ্য ছিল বাংলাদেশে গাড়ি আমদানি করা।

এই কোম্পানির গত চার বছর ধরে কার্যক্রম ছিল না এবং তাই এটিকে বন্ধ করা হয়েছে। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়। মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কোম্পানিটি বন্ধ করা হলেও বাংলাদেশে মাহিন্দ্রার চলমান ব্যবসায় কোন পরিবর্তন আসবে না। বাংলাদেশে মাহিন্দ্রার বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এ দেশের দুইটি ব্যবসায়ী গ্রুপ। সেগুলো হলো- র‌্যাংগস গ্রুপ ও কর্ণফুলী গ্রুপ। র?্যাংগস গ্রুপের দুটো প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস ও র‌্যানকন মোটরস মাহিন্দ্রার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। এসব প্রতিষ্ঠান মূলত পরিবেশক হিসেবে বাংলাদেশে মাহিন্দ্রা গাড়ি বাজারজাত করে থাকে। এ ব্যবসায় কোন পরিবর্তন আসছে না বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে। মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালে তারা যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর বা আরজেএসসি থেকে তাদের নতুন কোম্পানির জন্য নিবন্ধন নিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা কাগজে-কলমে টিকে থাকা কোম্পানিটি গুটিয়ে নেয়া বা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে মাহিন্দ্রার বিভিন্ন ধরনের গাড়ির ব্যবসা রয়েছে। এরমধ্যে মাহিন্দ্রার পিকআপসহ ফোর হুইলার গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত র‌্যাংগস মোটরস।