চিঠি : এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

দিন দিন বাড়ছে এসির ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে এসি দুর্ঘটনা। মাঝে মধ্যে এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। গত এক সাপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে দোকানের মালিক কর্মচারী এবং পথচারীদের অনেকেই প্রাণ হারান; যা খুবই দুঃখজনক। কিন্তু কী কারণে ঘটে এসি দুর্ঘটনা, সেটা সবার জানা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেক্ষণ ধরে চলতে থাকে। তাই অতিরিক্ত গরম হয়ে যায়।

বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চচাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এসি দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণ ঘটে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও এসির বিস্ফোরণ ঘটতে পারে।

এসি দুর্ঘটনা এড়াতে রুমের আকার অনুযায়ী সঠিকমাত্রার এসি নির্ধারণ করা। পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো। দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া। নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। হাই ভোল্টেজ এড়াতে বাড়তি সার্কিট ব্রেকার ব্যবহার করা। একনাগাড়ে আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়। বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিত পরীক্ষা করা। এসি ব্যবহারে সতর্কতা ও সচেতনতা বাড়াতে হবে। তাহলে এসি দুর্ঘঘটনা থেকে নিজেদের রক্ষা করা যাবে।

সাকিবুল হাছান

জবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের সংস্কার চাই

ছোট্ট ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে কারণে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যাম্পাসের সব অনুষ্ঠান হয়ে থাকে। দুঃখের বিষয় অডিটোরিয়ামে সকল কিছুর বেহাল দশা। এখানকার প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রপাতি লাইট, ফ্যান, এসি, চেয়ারসহ দেয়ালের রংগুলো পর্যন্ত বিবর্ণ হয়ে গেছে।

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি; যাতে কেন্দ্রীয় অডিটোরিয়াম দ্রুত সংস্কার করা হয়।

এসএম রবিন আহমেদ

গবেষণা ও উচ্চশিক্ষার নব আলোকবর্তিকা

আজকাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও জ্ঞান উদ্ভাবন-বিচরণের প্রতি অনাগ্রহ দেখা যায়। বিশাল সংখ্যক শিক্ষার্থী অসুস্থ রাজনীতি আর দলমত চর্চায় সোনালি শিক্ষাজীবন নাশ করে দিচ্ছে। ফলে অন্ধকার ভবিষ্যত আর অদক্ষ গ্র্যাজুয়েট বের হ?ওয়ার এক অপসংস্কৃৃতি শিক্ষা ব্যবস্থায় বিরাজমান রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণার সঙ্গে যুক্ত নন বলে অনেকেই মন্তব্য করে থাকেন। উন্নয়নশীল দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ নেই, এমন কথারও চাউর আছে; কিন্তু এ পরিস্থিতি বদলে যাচ্ছে। শিক্ষার্থীরা আগের তুলনায় এখন আরও বেশি গবেষণামুখী হচ্ছে।

আতহার নূর

আরও খবর

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ , ০৩ চৈত্র ১৪২৯, ২৪ শবান ১৪৪৪

চিঠি : এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

দিন দিন বাড়ছে এসির ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে এসি দুর্ঘটনা। মাঝে মধ্যে এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। গত এক সাপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে দোকানের মালিক কর্মচারী এবং পথচারীদের অনেকেই প্রাণ হারান; যা খুবই দুঃখজনক। কিন্তু কী কারণে ঘটে এসি দুর্ঘটনা, সেটা সবার জানা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেক্ষণ ধরে চলতে থাকে। তাই অতিরিক্ত গরম হয়ে যায়।

বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চচাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এসি দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণ ঘটে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও এসির বিস্ফোরণ ঘটতে পারে।

এসি দুর্ঘটনা এড়াতে রুমের আকার অনুযায়ী সঠিকমাত্রার এসি নির্ধারণ করা। পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো। দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া। নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। হাই ভোল্টেজ এড়াতে বাড়তি সার্কিট ব্রেকার ব্যবহার করা। একনাগাড়ে আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়। বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিত পরীক্ষা করা। এসি ব্যবহারে সতর্কতা ও সচেতনতা বাড়াতে হবে। তাহলে এসি দুর্ঘঘটনা থেকে নিজেদের রক্ষা করা যাবে।

সাকিবুল হাছান

জবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের সংস্কার চাই

ছোট্ট ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে কারণে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যাম্পাসের সব অনুষ্ঠান হয়ে থাকে। দুঃখের বিষয় অডিটোরিয়ামে সকল কিছুর বেহাল দশা। এখানকার প্রত্যেকটি ইলেকট্রনিক যন্ত্রপাতি লাইট, ফ্যান, এসি, চেয়ারসহ দেয়ালের রংগুলো পর্যন্ত বিবর্ণ হয়ে গেছে।

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি; যাতে কেন্দ্রীয় অডিটোরিয়াম দ্রুত সংস্কার করা হয়।

এসএম রবিন আহমেদ

গবেষণা ও উচ্চশিক্ষার নব আলোকবর্তিকা

আজকাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও জ্ঞান উদ্ভাবন-বিচরণের প্রতি অনাগ্রহ দেখা যায়। বিশাল সংখ্যক শিক্ষার্থী অসুস্থ রাজনীতি আর দলমত চর্চায় সোনালি শিক্ষাজীবন নাশ করে দিচ্ছে। ফলে অন্ধকার ভবিষ্যত আর অদক্ষ গ্র্যাজুয়েট বের হ?ওয়ার এক অপসংস্কৃৃতি শিক্ষা ব্যবস্থায় বিরাজমান রয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা গবেষণার সঙ্গে যুক্ত নন বলে অনেকেই মন্তব্য করে থাকেন। উন্নয়নশীল দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ নেই, এমন কথারও চাউর আছে; কিন্তু এ পরিস্থিতি বদলে যাচ্ছে। শিক্ষার্থীরা আগের তুলনায় এখন আরও বেশি গবেষণামুখী হচ্ছে।

আতহার নূর