ঢাকা মোটর শো-এ পদ্মা ব্যাংকের অটো লোন সেবা

ব্র্যান্ড নিউ গাড়ি ও মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ১৬তম ঢাকা মোটর শো। এখানে প্রথমবারের মতো নিজেদের অটো লোনের নানা সুবিধা গ্রাহকদের জানাতে পসরা সাজিয়েছে পদ্মা ব্যাংক। মেলার ‘এ’-এর ২৫ নং স্টলে আছে পদ্মা ব্যাংকের অটো লোন স্টলটি। ঢাকা মোটর শো চলবে আজ পর্যন্ত, সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গত বৃহস্পতিবার স্টলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

ঢাকা মোটর শো-এ পদ্মা ব্যাংকের অটো লোন সেবা

image

ব্র্যান্ড নিউ গাড়ি ও মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ১৬তম ঢাকা মোটর শো। এখানে প্রথমবারের মতো নিজেদের অটো লোনের নানা সুবিধা গ্রাহকদের জানাতে পসরা সাজিয়েছে পদ্মা ব্যাংক। মেলার ‘এ’-এর ২৫ নং স্টলে আছে পদ্মা ব্যাংকের অটো লোন স্টলটি। ঢাকা মোটর শো চলবে আজ পর্যন্ত, সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গত বৃহস্পতিবার স্টলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী।