হাসান জাহাঙ্গীরের ঈদের চমক

আসছে ঈদের জন্য ‘সিঁড়ি’ নামের সাত পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন হাসান জাহাঙ্গীর। ঈদে বৈশাখী টিভিতে নাটকটি প্রচার হবে। নাটকে চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ও জনপ্রিয় পরিচালক কাজী হায়াত। রচনা ও পরিচালনার পাশাপাশি হাসান জাহাঙ্গীর এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। এছাড়া সিনেমার অনেক শিল্পী এই নাটকে অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেনÑ মারুফ, নিঝুম রুবিনা, আইভি নুর, নাদের খান, শাহিন, নিথর মাহবুব, সেলিম প্রমুখ। নাটকটির গল্প প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। তা কখনোই সম্ভব না। কিন্তু প্রতিটি মানুষের জীবনে একটা সিঁড়ি প্রয়োজন হয়। যে সিঁড়ির দিয়ে উপরে উঠে নিজের একটা অবস্থান তৈরি করা যায়। এমন স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বাচ্চু শহরে আসে। সিঁড়ির সন্ধান পেয়েও যায়; তবে বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ চৌধুরী একটা কন্ডিশন দিয়ে বসে। ধনাঢ্য শিল্পপতি মবিন চৌধুরী কে কিল করে তার একমাত্র মেয়ে জবা কে কিডন্যাপ করতে হবে। বাচ্চু সেজন্য সহজ সরল আবুলকে গ্রাম থেকে ধরে নিয়ে এসে কিলার বানায়। আবুল সত্য কথা বলে। তার ছোট বোনের পড়ালেখার কথা চিন্তা করে বাধ্য হয় কিলার হতে। কার প্রয়োজনে কে সিঁড়ি ব্যবহার করছে, কে কাকে ব্যবহার করছে, কিভাবে ব্যবহারিত হচ্ছে তা ফুটে উঠবেই এই নাটকে।’

ঈদ উপলক্ষে জাহাঙ্গীর নির্মাণ করছেন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনও। সম্প্রতি দুবাই থেকে নির্মাণ করে এলেন মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর বিজ্ঞাপন। ঈদের পরপর টিভিসি নির্মাণ করার উদ্দেশ্যে যাবেন আমেরিকা কানাডা এবং ইতালিতে। এসে ‘ট্রল’ নামের সিনেমা নির্মাণে হাত দেবেন। ইতোমধ্যে সিনেমাটির নাম এফডিসিতে এন্ট্রি করা হয়ে গেছে। গান রেকর্ডিংয়ের কাজ চলছে। এমনটিই জানিয়েছেন নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীর।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

হাসান জাহাঙ্গীরের ঈদের চমক

বিনোদন প্রতিবেদক

image

আসছে ঈদের জন্য ‘সিঁড়ি’ নামের সাত পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করলেন হাসান জাহাঙ্গীর। ঈদে বৈশাখী টিভিতে নাটকটি প্রচার হবে। নাটকে চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ও জনপ্রিয় পরিচালক কাজী হায়াত। রচনা ও পরিচালনার পাশাপাশি হাসান জাহাঙ্গীর এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন। এছাড়া সিনেমার অনেক শিল্পী এই নাটকে অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেনÑ মারুফ, নিঝুম রুবিনা, আইভি নুর, নাদের খান, শাহিন, নিথর মাহবুব, সেলিম প্রমুখ। নাটকটির গল্প প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। তা কখনোই সম্ভব না। কিন্তু প্রতিটি মানুষের জীবনে একটা সিঁড়ি প্রয়োজন হয়। যে সিঁড়ির দিয়ে উপরে উঠে নিজের একটা অবস্থান তৈরি করা যায়। এমন স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বাচ্চু শহরে আসে। সিঁড়ির সন্ধান পেয়েও যায়; তবে বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ চৌধুরী একটা কন্ডিশন দিয়ে বসে। ধনাঢ্য শিল্পপতি মবিন চৌধুরী কে কিল করে তার একমাত্র মেয়ে জবা কে কিডন্যাপ করতে হবে। বাচ্চু সেজন্য সহজ সরল আবুলকে গ্রাম থেকে ধরে নিয়ে এসে কিলার বানায়। আবুল সত্য কথা বলে। তার ছোট বোনের পড়ালেখার কথা চিন্তা করে বাধ্য হয় কিলার হতে। কার প্রয়োজনে কে সিঁড়ি ব্যবহার করছে, কে কাকে ব্যবহার করছে, কিভাবে ব্যবহারিত হচ্ছে তা ফুটে উঠবেই এই নাটকে।’

ঈদ উপলক্ষে জাহাঙ্গীর নির্মাণ করছেন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনও। সম্প্রতি দুবাই থেকে নির্মাণ করে এলেন মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর বিজ্ঞাপন। ঈদের পরপর টিভিসি নির্মাণ করার উদ্দেশ্যে যাবেন আমেরিকা কানাডা এবং ইতালিতে। এসে ‘ট্রল’ নামের সিনেমা নির্মাণে হাত দেবেন। ইতোমধ্যে সিনেমাটির নাম এফডিসিতে এন্ট্রি করা হয়ে গেছে। গান রেকর্ডিংয়ের কাজ চলছে। এমনটিই জানিয়েছেন নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীর।