নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন রাজ

নাট্য, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবারও চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। তার নতুন চলচ্চিত্রের নাম ‘ওমর’। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। গত বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। ‘ওমর’ কী ধরনের চলচ্চিত্র হবে? রাজের উত্তর, ‘আমি যে ধরনের ছবি বানিয়ে এসেছি, এটাও একটু আলাদা ঘরানার অর্থাৎ মিস্ট্রি থ্রিলার। তবে গল্পের বাঁকে বাঁকে অনেক ট্রুইস্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না আপাতত।’ আগামী জুন-জুলাইয়ে ‘ওমর’র শুটিং শুরুর পরিকল্পনা করেছেন রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার। ‘ওমর’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘প্রজাপতি’। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন রাজ

বিনোদন প্রতিবেদক

image

নাট্য, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবারও চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। তার নতুন চলচ্চিত্রের নাম ‘ওমর’। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। গত বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। ‘ওমর’ কী ধরনের চলচ্চিত্র হবে? রাজের উত্তর, ‘আমি যে ধরনের ছবি বানিয়ে এসেছি, এটাও একটু আলাদা ঘরানার অর্থাৎ মিস্ট্রি থ্রিলার। তবে গল্পের বাঁকে বাঁকে অনেক ট্রুইস্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না আপাতত।’ আগামী জুন-জুলাইয়ে ‘ওমর’র শুটিং শুরুর পরিকল্পনা করেছেন রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার। ‘ওমর’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘প্রজাপতি’। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।