লিজার নতুন গান প্রকাশিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘তুমি যে আমার স্বাধীনতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন নূরুল ইসলাম মানিক এবং আনোয়ার হোসেন আনু। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ^াস শংকর। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে লিজা বলেন,‘ এর আগে নূরুল ইসলাম মানিকের লেখা ও আনোয়ার হোসেন আনু স্যারের সুর করা বাংলা ভাষা গানটি প্রকাশিষত হয়েছে। বড় বেলায় টিভিতে, স্টেজ শোসহ বিভিন্ন জায়গায় দেশের গানের মধ্যে এই গানটিই আমি সবচেয়ে বেশি গেয়েছি। তুমি যে আমার স্বাধীনতা গানটি মূলত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এবং তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া। গানটিতে তার প্রতি পরম শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্ববোধক আরো যে গানগুলো প্রকাশ পাবে সবই আমার নিজের উদ্যোগে করা। আমারই ইউটিউব চ্যানেলেই গানগুলো প্রকাশ পাচ্ছে এবং আগামীতেও পাবে। শুধু দর্শকের কথা, শ্রোতাদের কথা ভাবনায় রেখেই নিজ উদ্যোগে মৌলিক এই গানগুলো করে যাচ্ছি। তাদের ভালোবাসা পেলেই, তাদের কাছ থেকে সাড়া পেলেই আমার কষ্ট স্বার্থক।’

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

লিজার নতুন গান প্রকাশিত

বিনোদন প্রতিবেদক

image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘তুমি যে আমার স্বাধীনতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন নূরুল ইসলাম মানিক এবং আনোয়ার হোসেন আনু। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ^াস শংকর। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে লিজা বলেন,‘ এর আগে নূরুল ইসলাম মানিকের লেখা ও আনোয়ার হোসেন আনু স্যারের সুর করা বাংলা ভাষা গানটি প্রকাশিষত হয়েছে। বড় বেলায় টিভিতে, স্টেজ শোসহ বিভিন্ন জায়গায় দেশের গানের মধ্যে এই গানটিই আমি সবচেয়ে বেশি গেয়েছি। তুমি যে আমার স্বাধীনতা গানটি মূলত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এবং তারই প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া। গানটিতে তার প্রতি পরম শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্ববোধক আরো যে গানগুলো প্রকাশ পাবে সবই আমার নিজের উদ্যোগে করা। আমারই ইউটিউব চ্যানেলেই গানগুলো প্রকাশ পাচ্ছে এবং আগামীতেও পাবে। শুধু দর্শকের কথা, শ্রোতাদের কথা ভাবনায় রেখেই নিজ উদ্যোগে মৌলিক এই গানগুলো করে যাচ্ছি। তাদের ভালোবাসা পেলেই, তাদের কাছ থেকে সাড়া পেলেই আমার কষ্ট স্বার্থক।’