স্বাধীনতার মাসে আসছে ওয়ারফেইজের নতুন গান ‘মা’

দেশীয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’ সাড়ে চার মাস পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’।

গানটির গীতিকার কবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ‘ওয়ারফেইজ’। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল- লয় রেকর্ডস। ওয়ারফেইজের সদস্যরা বলেন, ‘শ্রদ্ধেয় নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি। তার বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় জুড়ে আছে। যেমন- ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ ইত্যাদি। ‘মা’ গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে আমরা গানে রূপান্তর করেছি।’ আগামী ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেইজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি এটি শোনা যাবে স্পটিফাই, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। এর আগে ১৯ মার্চ থেকে স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য এক্সক্লুসিভলি গানটির অডিও প্রকাশ হচ্ছে।

সবশেষে শ্রোতাদের উদ্দেশে টিপুর আহ্বান, ‘আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, আমাদের মতো করে করার। আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে।’

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

স্বাধীনতার মাসে আসছে ওয়ারফেইজের নতুন গান ‘মা’

বিনোদন প্রতিবেদক

image

দেশীয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’ সাড়ে চার মাস পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’।

গানটির গীতিকার কবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ‘ওয়ারফেইজ’। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল- লয় রেকর্ডস। ওয়ারফেইজের সদস্যরা বলেন, ‘শ্রদ্ধেয় নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি। তার বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় জুড়ে আছে। যেমন- ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ ইত্যাদি। ‘মা’ গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে আমরা গানে রূপান্তর করেছি।’ আগামী ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ারফেইজ টিভি ও লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি এটি শোনা যাবে স্পটিফাই, আইটিউনসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। এর আগে ১৯ মার্চ থেকে স্বাধীন মিউজিক অ্যাপে বিশ্বব্যাপী তিন দিনের জন্য এক্সক্লুসিভলি গানটির অডিও প্রকাশ হচ্ছে।

সবশেষে শ্রোতাদের উদ্দেশে টিপুর আহ্বান, ‘আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, আমাদের মতো করে করার। আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে।’