ঈদের একাধিক নাটকে সাদিয়া

অভিনেত্রী সাদিয়া আয়মান বেশ কয়েকটি ঈদ নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘মুখোমুখি যদি একদিন’, সীমান্ত সজলের ‘ঘুমন্ত পাখি’, পথিক সাধনের ‘কষ্টের নাম মায়া’, চয়নিকা চৌধূরীর ‘জল তরঙ্গ’, মারুফ হোসেন সজীবের ‘বাবুই পাখির বাসা’, আরমান রহমান প্রত্যয়ের ‘গুলাইল’সহ আরো বেশ কয়েকটি নাটক। নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি। এই নাটকগুলো আগামী ঈদে প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। নাটকগুলোতে বিভিন্ন চরিত্রে তার বিপরীতে আছেন সজল, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহানসহ আরো বেশ কয়েকজন তারকাভিনেতা। এছাড়া মার্চ মাসে সাদিয়া আয়মান কিছুদিনের বিরতিতে থাকলেও আগামী ২০ মার্চ থেকে তিনি রুবেল আনুশের পরিচালনায় ‘আদম হাওয়া’ নাটকের কাজ শুরু করবেন। সাদিয়া আয়মান বলেন, ‘এই মুহূর্তে আমার পেশা অভিনয়ই। তাই আগামী দিনে নিজেকে অভিনয়ে আরো ভালো অবস্থানে দেখতে চাই ভালো ভালো কাজ করার মধ্য দিয়ে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’ গত ভালোবাসা দিবসেও রুবেল আনুশের পরিচালনায় নির্মিত ‘ডুব সাঁতার’ নাটকে অভিনয় করেন তিনি। সাদিয়া আয়মান জীবনে প্রথম সম্মাননা লাভ করেন গেলো বছর ২৩ ডিসেম্বর ‘মায়া শালিক’-এ অভিনয়ের জন্য একজন নবাগত অভিনেত্রী হিসেবে। ‘বিসিআরএ’ (বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন) তাকে এই সম্মাননায় ভূষিত করে।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

ঈদের একাধিক নাটকে সাদিয়া

বিনোদন প্রতিবেদক

image

অভিনেত্রী সাদিয়া আয়মান বেশ কয়েকটি ঈদ নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘মুখোমুখি যদি একদিন’, সীমান্ত সজলের ‘ঘুমন্ত পাখি’, পথিক সাধনের ‘কষ্টের নাম মায়া’, চয়নিকা চৌধূরীর ‘জল তরঙ্গ’, মারুফ হোসেন সজীবের ‘বাবুই পাখির বাসা’, আরমান রহমান প্রত্যয়ের ‘গুলাইল’সহ আরো বেশ কয়েকটি নাটক। নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি। এই নাটকগুলো আগামী ঈদে প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। নাটকগুলোতে বিভিন্ন চরিত্রে তার বিপরীতে আছেন সজল, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহানসহ আরো বেশ কয়েকজন তারকাভিনেতা। এছাড়া মার্চ মাসে সাদিয়া আয়মান কিছুদিনের বিরতিতে থাকলেও আগামী ২০ মার্চ থেকে তিনি রুবেল আনুশের পরিচালনায় ‘আদম হাওয়া’ নাটকের কাজ শুরু করবেন। সাদিয়া আয়মান বলেন, ‘এই মুহূর্তে আমার পেশা অভিনয়ই। তাই আগামী দিনে নিজেকে অভিনয়ে আরো ভালো অবস্থানে দেখতে চাই ভালো ভালো কাজ করার মধ্য দিয়ে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’ গত ভালোবাসা দিবসেও রুবেল আনুশের পরিচালনায় নির্মিত ‘ডুব সাঁতার’ নাটকে অভিনয় করেন তিনি। সাদিয়া আয়মান জীবনে প্রথম সম্মাননা লাভ করেন গেলো বছর ২৩ ডিসেম্বর ‘মায়া শালিক’-এ অভিনয়ের জন্য একজন নবাগত অভিনেত্রী হিসেবে। ‘বিসিআরএ’ (বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন) তাকে এই সম্মাননায় ভূষিত করে।