রাজধানীর অনুমোদনহীন বেসরকারি বাজার পরিচালনায় কঠোর হতে চায় ডিএসসিসি

অনুমোদনহীন বেসরকারি বাজার পরিচালনায় কঠোর অবস্থানে যেতে চাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য অনুমতিবিহীন বাজারগুলোকে নির্ধারিত হারে ফি পরিশোধ করে লাইনেন্স গ্রহণের জন্য এক মাসের সময় দিয়েছে সিটি করপোরেশন। এরমধ্যে লাইসেন্স না নিয়ে বাজার পরিচালনা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন সংবাদ-কে বলেন, ‘সিটি করপোরেশন আইনে বলা আছে বেরসকারি বাজার পরিচালনায় নিবন্ধন লাগবে। নিবন্ধন বা লাইনেন্স ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকাধীন বাজার থাকতে পারে না। আমরা সিটি করপোরেশনের আইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি। বাজারগুলোকে নিবন্ধনের আওতায় আসতে এক মাস সময় দেয়া হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

ডিএসসিসি সূত্রে জানা গেছে, বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ করতে গত ১৩ মার্চ ডিএসসিসির সম্পত্তি বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যক্তি/প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন জায়গায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পশুপাখি, পানীয় বাজারসমূহ নিবন্ধনের আওতায় আসতে হবে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা-২০২২’ উল্লেখ্য করে ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রয়েছে।

‘তাই নির্ধারিত হারে ফি পরিশোধ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে সংগ্রহ করে আগামী ৫ এপ্রিলের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। আগামী ১৩ এপ্রিলের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন অনুমতিবিহীন বেসরকারি বাজার পরিচালনা করতে দেয়া হবে না। লাইসেন্সবিহীন বাজার পরিচালনা করা হলে আইনি ব্যবস্থাসহ জরিমানা করা হবে।’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

রাজধানীর অনুমোদনহীন বেসরকারি বাজার পরিচালনায় কঠোর হতে চায় ডিএসসিসি

নিজস্ব বার্তা পরিবেশক

অনুমোদনহীন বেসরকারি বাজার পরিচালনায় কঠোর অবস্থানে যেতে চাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য অনুমতিবিহীন বাজারগুলোকে নির্ধারিত হারে ফি পরিশোধ করে লাইনেন্স গ্রহণের জন্য এক মাসের সময় দিয়েছে সিটি করপোরেশন। এরমধ্যে লাইসেন্স না নিয়ে বাজার পরিচালনা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন সংবাদ-কে বলেন, ‘সিটি করপোরেশন আইনে বলা আছে বেরসকারি বাজার পরিচালনায় নিবন্ধন লাগবে। নিবন্ধন বা লাইনেন্স ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকাধীন বাজার থাকতে পারে না। আমরা সিটি করপোরেশনের আইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি। বাজারগুলোকে নিবন্ধনের আওতায় আসতে এক মাস সময় দেয়া হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

ডিএসসিসি সূত্রে জানা গেছে, বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স সংগ্রহ করতে গত ১৩ মার্চ ডিএসসিসির সম্পত্তি বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যক্তি/প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন জায়গায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পশুপাখি, পানীয় বাজারসমূহ নিবন্ধনের আওতায় আসতে হবে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা-২০২২’ উল্লেখ্য করে ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রয়েছে।

‘তাই নির্ধারিত হারে ফি পরিশোধ সাপেক্ষে বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে সংগ্রহ করে আগামী ৫ এপ্রিলের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। আগামী ১৩ এপ্রিলের পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন অনুমতিবিহীন বেসরকারি বাজার পরিচালনা করতে দেয়া হবে না। লাইসেন্সবিহীন বাজার পরিচালনা করা হলে আইনি ব্যবস্থাসহ জরিমানা করা হবে।’ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।