৮৫২ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানির থেকে ৮৫০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনছে ভারত। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, বন্দুক, গোলাবারুদ এবং বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বাজেট অনুমোদন দিয়েছে।

দুই বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত বিবাদ জারি থাকায় সামরিক বাহিনীকে সবসময় শক্তিশালী ও আধুনিক সরঞ্জামে সজ্জিত রাখতে সবসময়ই তৎপর থাকে ভারত। তবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য ১৯৪৭ সালের পর থেকে দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় বাইরের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল দেশটি।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এই নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে। ৮৫০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার যে প্রস্তাবনা অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেসবের একটি বড় অংশের জোগান আসবে দেশীয় বিভিন্ন কোম্পানি থেকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রস্তাবনায় নৌবাহিনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেটের ৮৫২ কোটি ডলারের মধ্যে ৬৭৬ কোটি ডলারই বরাদ্দ দেয়া হয়েছে নৌবাহিনী জন্য। মূলত ভারত মহাসাগরে চীনের আনাগোনা রোধ করতেই এই খাতে বরাদ্দ বেশি ধরা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বাজেট অনুযায়ী নৌবাহিনীর জন্য ২০০টি অতিরিক্ত ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার ও বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র কেনা হবে। শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্রাহমোস প্রস্তুত করেছে ভারত ও রাশিয়া— উভয়ের যৌথ প্রচেষ্টায়। দেশটির স্থল-জল ও নৌবাহিনী দীর্ঘ এক দশক ধরে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

৮৫২ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত

অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানির থেকে ৮৫০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনছে ভারত। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, বন্দুক, গোলাবারুদ এবং বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বাজেট অনুমোদন দিয়েছে।

দুই বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত বিবাদ জারি থাকায় সামরিক বাহিনীকে সবসময় শক্তিশালী ও আধুনিক সরঞ্জামে সজ্জিত রাখতে সবসময়ই তৎপর থাকে ভারত। তবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য ১৯৪৭ সালের পর থেকে দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় বাইরের বিভিন্ন দেশ, বিশেষ করে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল দেশটি।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এই নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে। ৮৫০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার যে প্রস্তাবনা অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেসবের একটি বড় অংশের জোগান আসবে দেশীয় বিভিন্ন কোম্পানি থেকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই প্রস্তাবনায় নৌবাহিনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেটের ৮৫২ কোটি ডলারের মধ্যে ৬৭৬ কোটি ডলারই বরাদ্দ দেয়া হয়েছে নৌবাহিনী জন্য। মূলত ভারত মহাসাগরে চীনের আনাগোনা রোধ করতেই এই খাতে বরাদ্দ বেশি ধরা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বাজেট অনুযায়ী নৌবাহিনীর জন্য ২০০টি অতিরিক্ত ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার ও বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র কেনা হবে। শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্রাহমোস প্রস্তুত করেছে ভারত ও রাশিয়া— উভয়ের যৌথ প্রচেষ্টায়। দেশটির স্থল-জল ও নৌবাহিনী দীর্ঘ এক দশক ধরে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে।