ভোলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ৩

সড়ক অবরোধ, বিক্ষোভ

ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাংলাবাজার এলাকায় বাস চাপায় ইজিবাইকের দুই কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত দুইজন হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ভোলা-চরফ্যাশন মহাড়কের রাস্তার কাজ দীর্ঘদিন অসমাপ্ত রাখায় এইক স্থানে পর পর কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ নিয়ে চরম ক্ষোভ জানান, কলেজ শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা। এদিকে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহপাঠীরা। সকালে একসঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান করার কথা ছিল। হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক বিপ্লব পাল কানাই জানান, কোনভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছি না। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিহতরা সেরা হয়েছিল। নিহতরা হলেন হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী রিমা আক্তার ও শিখা ইজিবাইকের অন্য যাত্রী আবুল কালাম। গতকাল সকালে বঙ্গবন্ধুর জন্মদিন পালনে ওই দুই ছাত্রী ইজিবাই যোগে কলেজে যাচ্ছিল। স্থানীয়রা জানান, বাংলাবাজারের দক্ষিণ পাশের সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিন যাত্রী। এ সময় গুরুত্বর অবস্থায় ইজিবাইক চালকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। তিনিও সড়কের দুরাবস্থার ক্ষোভ জানান।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

ভোলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ নিহত ৩

সড়ক অবরোধ, বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাংলাবাজার এলাকায় বাস চাপায় ইজিবাইকের দুই কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহত দুইজন হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ভোলা-চরফ্যাশন মহাড়কের রাস্তার কাজ দীর্ঘদিন অসমাপ্ত রাখায় এইক স্থানে পর পর কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ নিয়ে চরম ক্ষোভ জানান, কলেজ শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা। এদিকে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহপাঠীরা। সকালে একসঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান করার কথা ছিল। হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক বিপ্লব পাল কানাই জানান, কোনভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছি না। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিহতরা সেরা হয়েছিল। নিহতরা হলেন হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী রিমা আক্তার ও শিখা ইজিবাইকের অন্য যাত্রী আবুল কালাম। গতকাল সকালে বঙ্গবন্ধুর জন্মদিন পালনে ওই দুই ছাত্রী ইজিবাই যোগে কলেজে যাচ্ছিল। স্থানীয়রা জানান, বাংলাবাজারের দক্ষিণ পাশের সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিন যাত্রী। এ সময় গুরুত্বর অবস্থায় ইজিবাইক চালকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। তিনিও সড়কের দুরাবস্থার ক্ষোভ জানান।