‘আমার কী?’

রাস্তার পাশে বসে কফি খাওয়ার পর কফির কাপটা ডাস্টবিনে না ফেলে রাস্তার মাঝেই ফেলছি। বিভিন্ন খাবার খেয়ে উচ্ছিষ্ট অংশ যেখানে খুশি ফেলছি। আমরা অবিরতভাবে গাড়ির হর্ন বাজিয়ে চলছি। অপরিশোধিত বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলছি।

পানি ব্যবহারের ক্ষেত্রেও উদাসীন। প্রকৃতির এই মহামূল্যবান দানকে মুল্যহীন ভেবে যথেচ্ছাচার ব্যবহার করছি। অপরিমিত পানির ব্যবহারের ভবিষ্যৎ ঝুঁকি মাথায় আনছি না। কারণ ওই যে, কষ্টভোগ করলে সবাই করবে ‘আমার কী’?

আমার কর্মের প্রভাব অন্যকে কতটা প্রভাবিত করতে পারে তা বিবেচনায় আনতে হবে এবং তাৎক্ষণিক ফলাফল না দেখে এর ভবিষ্যৎ প্রভাবটাও বুঝতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিকে নিজের একটা অংশের ক্ষতি হিসাবে দেখতে পারলে আমরা এই বিপর্যয় থেকে অনেকটাই মুক্তি পাব। তা না হলে একদিন আপনার ভবিষ্যৎ প্রজন্মই বিভিন্ন ধরনের মহামারীর কবলে পড়তে থাকবে। তাই বেঁচে থাকার পরিবেশ ভালো রাখতে সবাইকে সচেতন হতে হবে।

মোহাম্মদ নাসিম মোল্লা

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

‘আমার কী?’

রাস্তার পাশে বসে কফি খাওয়ার পর কফির কাপটা ডাস্টবিনে না ফেলে রাস্তার মাঝেই ফেলছি। বিভিন্ন খাবার খেয়ে উচ্ছিষ্ট অংশ যেখানে খুশি ফেলছি। আমরা অবিরতভাবে গাড়ির হর্ন বাজিয়ে চলছি। অপরিশোধিত বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলছি।

পানি ব্যবহারের ক্ষেত্রেও উদাসীন। প্রকৃতির এই মহামূল্যবান দানকে মুল্যহীন ভেবে যথেচ্ছাচার ব্যবহার করছি। অপরিমিত পানির ব্যবহারের ভবিষ্যৎ ঝুঁকি মাথায় আনছি না। কারণ ওই যে, কষ্টভোগ করলে সবাই করবে ‘আমার কী’?

আমার কর্মের প্রভাব অন্যকে কতটা প্রভাবিত করতে পারে তা বিবেচনায় আনতে হবে এবং তাৎক্ষণিক ফলাফল না দেখে এর ভবিষ্যৎ প্রভাবটাও বুঝতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিকে নিজের একটা অংশের ক্ষতি হিসাবে দেখতে পারলে আমরা এই বিপর্যয় থেকে অনেকটাই মুক্তি পাব। তা না হলে একদিন আপনার ভবিষ্যৎ প্রজন্মই বিভিন্ন ধরনের মহামারীর কবলে পড়তে থাকবে। তাই বেঁচে থাকার পরিবেশ ভালো রাখতে সবাইকে সচেতন হতে হবে।

মোহাম্মদ নাসিম মোল্লা