বিদ্যুৎ মিটার রিচার্জ সহজ করতে পদক্ষেপ নিন

ডিজিটাল বিদ্যুৎ মিটার বর্তমানে দুইভাবে রিচার্জ করা যায়। ব্যাংক থেকে কার্ড কিনে এনে এবং দোকান থেকে মোবাইলে কার্ড কিনে এনে মিটার রিচার্জ করা যায়। বিদ্যুৎ মিটার রিচার্জ করতে মিটারে ২০টি সংখ্যায় সঠিকভাবে টিপ দিলে মিটার রিচার্জ হয়ে যায়। বিদ্যুতের দাম বাড়লে মিটারের মধ্যে ৬০ নম্বরে সঠিকভাবে টিপ দিয়ে মিটার রিচার্জ করতে হয়। এতে ভোগান্তি বেশি হয়।

এ সমস্যা দূর করতে হলে ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি মিটার রিচার্জ করে বিদ্যুৎ কার্ডের মধ্যে পেইড লিখে দিলে এ কষ্ট দূর করা সম্ভব হবে। অনুরূপভাবে দোকান থেকে যারা বিদ্যুৎ মিটার রিচার্জের কার্ড কিনবেন তাদের দোকানের বিদ্যুৎ কার্ড বিক্রেতা তার অ্যাকাউন্ট থেকে সরাসরি মিটার রিচার্জ করে পেইড লিখে দিলে এ সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে এই সিস্টেম চালু করার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার দাবি রাখে।

আব্বাসউদ্দিন আহমদ

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

বিদ্যুৎ মিটার রিচার্জ সহজ করতে পদক্ষেপ নিন

ডিজিটাল বিদ্যুৎ মিটার বর্তমানে দুইভাবে রিচার্জ করা যায়। ব্যাংক থেকে কার্ড কিনে এনে এবং দোকান থেকে মোবাইলে কার্ড কিনে এনে মিটার রিচার্জ করা যায়। বিদ্যুৎ মিটার রিচার্জ করতে মিটারে ২০টি সংখ্যায় সঠিকভাবে টিপ দিলে মিটার রিচার্জ হয়ে যায়। বিদ্যুতের দাম বাড়লে মিটারের মধ্যে ৬০ নম্বরে সঠিকভাবে টিপ দিয়ে মিটার রিচার্জ করতে হয়। এতে ভোগান্তি বেশি হয়।

এ সমস্যা দূর করতে হলে ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি মিটার রিচার্জ করে বিদ্যুৎ কার্ডের মধ্যে পেইড লিখে দিলে এ কষ্ট দূর করা সম্ভব হবে। অনুরূপভাবে দোকান থেকে যারা বিদ্যুৎ মিটার রিচার্জের কার্ড কিনবেন তাদের দোকানের বিদ্যুৎ কার্ড বিক্রেতা তার অ্যাকাউন্ট থেকে সরাসরি মিটার রিচার্জ করে পেইড লিখে দিলে এ সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে এই সিস্টেম চালু করার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার দাবি রাখে।

আব্বাসউদ্দিন আহমদ