ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ড সেবা চালু করল এনআরবি ব্যাংক

ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ড সেবা চালু করেছে এনআরবি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ গত বুধবার রাজধানীর একটি হোটেলে ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাকীর আমিন চৌধুরী, কাজী আহসান খলিল ও শাহীন হাওলাদার, এসএসএস ওয়ারলেস-এর গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ড সেবা চালু করল এনআরবি ব্যাংক

image

ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ড সেবা চালু করেছে এনআরবি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ গত বুধবার রাজধানীর একটি হোটেলে ইসলামিক ক্রেডিট কার্ড ও কন্টাকলেস কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাকীর আমিন চৌধুরী, কাজী আহসান খলিল ও শাহীন হাওলাদার, এসএসএস ওয়ারলেস-এর গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।