নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সময় ৬ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল, ২টি মাছ ধরার নৌকা ও ১২ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর নৌএসপি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।এসপি বলেন, গত ১৭ মার্চ মধ্যে রাত পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এসব জেলেদের অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করিয?া প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। বাকি ৬ জন আসামি অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌ এসপি আরও জানান গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত নৌপুলিশের অভিযানে ১৩৬ জন জেলের মধ্যে ১৪টি নিয়মিত মামলায় ৬৯ জন ও ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

চাঁদপুর সংবাদদাতা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সময় ৬ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল, ২টি মাছ ধরার নৌকা ও ১২ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে চাঁদপুর নৌএসপি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।এসপি বলেন, গত ১৭ মার্চ মধ্যে রাত পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এসব জেলেদের অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করিয?া প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। বাকি ৬ জন আসামি অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌ এসপি আরও জানান গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত নৌপুলিশের অভিযানে ১৩৬ জন জেলের মধ্যে ১৪টি নিয়মিত মামলায় ৬৯ জন ও ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।