আজ র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ র‌্যাপিড অ্যাকশান ব্যাটলিয়ন র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাব হেডকোয়াটার্সে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২১ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

র‌্যাব হেডকোয়াটার্সের মিডিয়া শাখা থেকে বলা হয়েছে, রমজানের কারণে এই বছর প্রতিষ্ঠাবার্ষিকী কিছুটা এগিয়ে এনে ১৯ মার্চ করা হয়েছে। এই লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন তার বাণীতে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও র‌্যাব ফোর্সেসের প্রত্যেক সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব সদস্যরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীলতা রক্ষার্থে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মূলোৎপাটন, চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, মাদক, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার, মানবপাচার প্রতিরোধসহ অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছেন।

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের শুভক্ষণে সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাবের আত্মপ্রকাশ ঘটে। ওই সময় সন্ত্রাস দমনে র‌্যাব জমকালো পোশাক পরে প্রথম অপারেশেনে নেমেছেন। শুরু থেকে নানা কারণে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র‌্যাব সদস্যরা কাজ করে যাচ্ছেন।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

আজ র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব বার্তা পরিবেশক

আজ র‌্যাপিড অ্যাকশান ব্যাটলিয়ন র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাব হেডকোয়াটার্সে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২১ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

র‌্যাব হেডকোয়াটার্সের মিডিয়া শাখা থেকে বলা হয়েছে, রমজানের কারণে এই বছর প্রতিষ্ঠাবার্ষিকী কিছুটা এগিয়ে এনে ১৯ মার্চ করা হয়েছে। এই লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন তার বাণীতে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও র‌্যাব ফোর্সেসের প্রত্যেক সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব সদস্যরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীলতা রক্ষার্থে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মূলোৎপাটন, চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, মাদক, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার, মানবপাচার প্রতিরোধসহ অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছেন।

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের শুভক্ষণে সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাবের আত্মপ্রকাশ ঘটে। ওই সময় সন্ত্রাস দমনে র‌্যাব জমকালো পোশাক পরে প্রথম অপারেশেনে নেমেছেন। শুরু থেকে নানা কারণে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র‌্যাব সদস্যরা কাজ করে যাচ্ছেন।