অভিষিক্তদের মধ্যে সর্বোচ্চ রান তৌহিদ হৃদয়ের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের।

অভিষেক ইনিংসে তিনি ৮টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে ৯২ রান করেন। যা দেশের অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তার আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৬৩ রান করেছিলেন নাসির হোসেন। ওয়ানডেতে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হওয়া বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হৃদয়।

হৃদয়ের আগে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হন বিশে^র পাঁচ ব্যাটার। তারা হলেনÑ নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৯০), ওয়েস্ট ইন্ডিজের শামারা ব্রুকস (৯৩), অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস (৯৪), ইংল্যান্ডের ইয়োইন মরগান (৯৯) এবং দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৯৩)।

এছাড়া অভিষেক ওয়ানডে ৯৯ রানে অপরাজিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নিল পাতিল।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

অভিষিক্তদের মধ্যে সর্বোচ্চ রান তৌহিদ হৃদয়ের

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের।

অভিষেক ইনিংসে তিনি ৮টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে ৯২ রান করেন। যা দেশের অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তার আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৬৩ রান করেছিলেন নাসির হোসেন। ওয়ানডেতে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হওয়া বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হৃদয়।

হৃদয়ের আগে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হন বিশে^র পাঁচ ব্যাটার। তারা হলেনÑ নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৯০), ওয়েস্ট ইন্ডিজের শামারা ব্রুকস (৯৩), অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস (৯৪), ইংল্যান্ডের ইয়োইন মরগান (৯৯) এবং দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৯৩)।

এছাড়া অভিষেক ওয়ানডে ৯৯ রানে অপরাজিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নিল পাতিল।