তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিবের ৭০০০ রান ও ৩০০ উইকেট

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট ছুয়েছেন। গতকাল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৪ রানে পৌঁছে তিনি তালিকায় সনাথ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির সঙ্গে যোগ দেন। তিনি তামিম ইকবালের পরে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, যার ৮১৪৬ রান রয়েছে।

গতকাল বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে সিঙ্গেল নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান সাকিব। এদিন তিনি ৯৩ রান করেন।

বাংলাদেশের আগের ওয়ানডেতে, এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে, সাকিব তার চার উইকেট নিয়ে ৩০০ উইকেটে পৌঁছেছিলেন। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে রেহান আহমেদের উইকেট নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান তিনি। এটি তাকে জয়সুরিয়া এবং ড্যানিয়েল ভেট্টরির পর তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে মাইলফলক স্পর্শ করেছে।

সাকিব টেস্ট এবং টি-২০তে যথাক্রমে ২৩১ এবং ১২৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। সাকিব বর্তমানে ৪৪৩ উইকেট নিয়ে টি-২০তে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। টি-২০তে ৬০০০ রান, ৪০০ উইকেট এবং ৫০টি ক্যাচের কীর্তি অর্জন করা মাত্র দুইজন খেলোয়াড়ের মধ্যে তিনি একজন এবং ডোয়াইন ব্রাভো অন্য একজন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছিলেন সাকিব। ২৪ রান দূরে থেকে প্রথম ওয়ানডে খেলতে নামেন তিনি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এই ফরম্যাটে ৩শ’ উইকেটও আছে এই অলরাউন্ডারের।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি।

বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান স্পর্শ করেন তামিম। ২৩৫ ম্যাচের ২৩৩ ইনিংসে ৮১৪৬ রান আছে তামিমের।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিবের ৭০০০ রান ও ৩০০ উইকেট

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট ছুয়েছেন। গতকাল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৪ রানে পৌঁছে তিনি তালিকায় সনাথ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির সঙ্গে যোগ দেন। তিনি তামিম ইকবালের পরে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, যার ৮১৪৬ রান রয়েছে।

গতকাল বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে সিঙ্গেল নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান সাকিব। এদিন তিনি ৯৩ রান করেন।

বাংলাদেশের আগের ওয়ানডেতে, এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে, সাকিব তার চার উইকেট নিয়ে ৩০০ উইকেটে পৌঁছেছিলেন। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে রেহান আহমেদের উইকেট নিয়ে ল্যান্ডমার্কে পৌঁছে যান তিনি। এটি তাকে জয়সুরিয়া এবং ড্যানিয়েল ভেট্টরির পর তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে মাইলফলক স্পর্শ করেছে।

সাকিব টেস্ট এবং টি-২০তে যথাক্রমে ২৩১ এবং ১২৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। সাকিব বর্তমানে ৪৪৩ উইকেট নিয়ে টি-২০তে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। টি-২০তে ৬০০০ রান, ৪০০ উইকেট এবং ৫০টি ক্যাচের কীর্তি অর্জন করা মাত্র দুইজন খেলোয়াড়ের মধ্যে তিনি একজন এবং ডোয়াইন ব্রাভো অন্য একজন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ২২৭ ওয়ানডের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছিলেন সাকিব। ২৪ রান দূরে থেকে প্রথম ওয়ানডে খেলতে নামেন তিনি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। এই ফরম্যাটে ৩শ’ উইকেটও আছে এই অলরাউন্ডারের।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরির মালিক তিনি।

বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান স্পর্শ করেন তামিম। ২৩৫ ম্যাচের ২৩৩ ইনিংসে ৮১৪৬ রান আছে তামিমের।