মেসির ভবিষ্যৎ জানেন না কোচ

পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের নিজেও লিওনেল মেসির ভবিষ্যৎ অনিশ্চিত বলে স্বীকার করেছেন। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয়ার পর কোচের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে।

ফরাসি লীগ-১ এর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কোচ তার হতাশার কথা স্বীকার করছেন এবং জানিয়েছেন মেসি আগামী মৌসুমে কোথায় খেলবেন তা এখনও অনিশ্চিত। কোচ জানিয়েছেন তাদের এখনকার লক্ষ্য লীগ শিরোপা জয় করা। তারা এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানীয় দল অলিম্পিক ডি মার্শেইর চেয়ে দশ পয়েন্টে এগিয়ে আছে। বড় কোন অঘটন না ঘটলে পিএসজিই চলতি মৌসুমের শিরোপা জিততে যাচেছ।

গ্যালতিয়ের বলেন, ‘এখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় হয়নি। মেসি নিজে, বোর্ড এবং ক্লাব সভাপতি এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমি আগেও বলেছি সে যদি ক্লাবে থেকে যায় তাহলে সবার জন্যই সেটা হবে দারুণ একটি সুসংবাদ। আমি জানি বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচের পর তার অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু সে ম্যাচেই আমাদের জিতিয়েছে।’

মেসির ভবিষ্যতের মতো কোচ গ্যালতিয়েরের ভবিষ্যতও অনিশ্চিত। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ জিততে ব্যর্থ হওয়ায় কোচ গ্যালতিয়েরকেও তার পদ থেকে সরিয়ে দেয়া হবে। কোচ আগামী মৌসুমে কোচ হিসেবে জিনেদিন জিদান অথবা লুইস এনরিকেকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে।

রবিবার, ১৯ মার্চ ২০২৩ , ০৫ চৈত্র ১৪২৯, ২৬ শবান ১৪৪৪

মেসির ভবিষ্যৎ জানেন না কোচ

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের নিজেও লিওনেল মেসির ভবিষ্যৎ অনিশ্চিত বলে স্বীকার করেছেন। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয়ার পর কোচের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে।

ফরাসি লীগ-১ এর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কোচ তার হতাশার কথা স্বীকার করছেন এবং জানিয়েছেন মেসি আগামী মৌসুমে কোথায় খেলবেন তা এখনও অনিশ্চিত। কোচ জানিয়েছেন তাদের এখনকার লক্ষ্য লীগ শিরোপা জয় করা। তারা এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানীয় দল অলিম্পিক ডি মার্শেইর চেয়ে দশ পয়েন্টে এগিয়ে আছে। বড় কোন অঘটন না ঘটলে পিএসজিই চলতি মৌসুমের শিরোপা জিততে যাচেছ।

গ্যালতিয়ের বলেন, ‘এখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় হয়নি। মেসি নিজে, বোর্ড এবং ক্লাব সভাপতি এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমি আগেও বলেছি সে যদি ক্লাবে থেকে যায় তাহলে সবার জন্যই সেটা হবে দারুণ একটি সুসংবাদ। আমি জানি বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচের পর তার অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু সে ম্যাচেই আমাদের জিতিয়েছে।’

মেসির ভবিষ্যতের মতো কোচ গ্যালতিয়েরের ভবিষ্যতও অনিশ্চিত। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ জিততে ব্যর্থ হওয়ায় কোচ গ্যালতিয়েরকেও তার পদ থেকে সরিয়ে দেয়া হবে। কোচ আগামী মৌসুমে কোচ হিসেবে জিনেদিন জিদান অথবা লুইস এনরিকেকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে।