নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমন।

পরিচালক খন্দকার সুমন এ প্রসঙ্গে বলেন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ দেখে জুরি বোর্ডের সবাই খুব প্রশংসা করেছেন। আমি চাই দেশে-বিদেশে আমাদের সিনেমাটা সবাই দেখুক। তাহলে আমাদের সিনেমা বানানো সার্থক হবে।

‘সাঁতাও’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ। এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা দেখানো হয়েছে।

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শবান ১৪৪৪

নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’

বিনোদন প্রতিবেদক

image

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমন।

পরিচালক খন্দকার সুমন এ প্রসঙ্গে বলেন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ দেখে জুরি বোর্ডের সবাই খুব প্রশংসা করেছেন। আমি চাই দেশে-বিদেশে আমাদের সিনেমাটা সবাই দেখুক। তাহলে আমাদের সিনেমা বানানো সার্থক হবে।

‘সাঁতাও’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ। এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা দেখানো হয়েছে।