ধারাবাহিকে নাম ভূমিকায় কামরুল বাহার

নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মহাপন্ডিত’। এই নাটকে মহাপন্ডিতের ভূমিকায় অভিনয় করছেন এস এম কামরুল বাহার। হাস্য রসাত্মক এই গল্পটি লিখেছেন আলী সুজন, প্রযোজনা করেছেন জেরিন মিডিয়া, শীঘ্রই কোন একটি স্যাটেলাইট চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে।

নাটকে দীর্ঘ দিনের চেয়ারম্যান হায়দার আলিকে পরাজিত করে বিপুল ভোটে জয়যুক্ত হন এস এম কামরুল বাহার। ফেলটু চেয়ারম্যানের মেয়ে তাসনুভাকে পছন্দ করেন নতুন নির্বাচিত চেয়ারম্যান; অপরদিকে নতুন চেয়ারম্যানের ছোট ভাই সাব্বির আহমেদ ভালোবাসেন তাসনুভাকে, এভাবে শুরু হয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর চেয়ারম্যানে চেয়ারম্যানের দ্বন্দ্ব।

নাটকের নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে কামরুল বাহার বলেন, ‘একটি নাটকের নাম ভুমিকায় অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের জন্য সৌভাগ্যের বিষয়। নাটকটিতে কাজ করে খুব ভাল লাগছে। আমা করছি প্রচারে আসলে নাটকটি দর্শকদেরও ভাল লাগবে।’ এছাড়া মারুফ আহমেদ খান রিজভী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করছি। নিয়মিত অভিনয় করছি জয় সরকারের ‘ফতানিপাড়া’, হাসান জাহাঙ্গীরের ‘ফ্যামিলি ডিসটেন্স’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ নাটকগুলোতে। ঈদের কিছু ধারাবাহিক নাটক ও একক নাটকেও অভিনয় করছি।

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শবান ১৪৪৪

ধারাবাহিকে নাম ভূমিকায় কামরুল বাহার

বিনোদন প্রতিবেদক

image

নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মহাপন্ডিত’। এই নাটকে মহাপন্ডিতের ভূমিকায় অভিনয় করছেন এস এম কামরুল বাহার। হাস্য রসাত্মক এই গল্পটি লিখেছেন আলী সুজন, প্রযোজনা করেছেন জেরিন মিডিয়া, শীঘ্রই কোন একটি স্যাটেলাইট চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে।

নাটকে দীর্ঘ দিনের চেয়ারম্যান হায়দার আলিকে পরাজিত করে বিপুল ভোটে জয়যুক্ত হন এস এম কামরুল বাহার। ফেলটু চেয়ারম্যানের মেয়ে তাসনুভাকে পছন্দ করেন নতুন নির্বাচিত চেয়ারম্যান; অপরদিকে নতুন চেয়ারম্যানের ছোট ভাই সাব্বির আহমেদ ভালোবাসেন তাসনুভাকে, এভাবে শুরু হয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর চেয়ারম্যানে চেয়ারম্যানের দ্বন্দ্ব।

নাটকের নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে কামরুল বাহার বলেন, ‘একটি নাটকের নাম ভুমিকায় অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের জন্য সৌভাগ্যের বিষয়। নাটকটিতে কাজ করে খুব ভাল লাগছে। আমা করছি প্রচারে আসলে নাটকটি দর্শকদেরও ভাল লাগবে।’ এছাড়া মারুফ আহমেদ খান রিজভী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করছি। নিয়মিত অভিনয় করছি জয় সরকারের ‘ফতানিপাড়া’, হাসান জাহাঙ্গীরের ‘ফ্যামিলি ডিসটেন্স’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ নাটকগুলোতে। ঈদের কিছু ধারাবাহিক নাটক ও একক নাটকেও অভিনয় করছি।