অভিযুক্ত হতে পারেন ট্রাম্প

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। এমনটি হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

তার এই আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকরা ৬ জানুয়ারি, ২০২১ এ ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে চালানো হামলার মতো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ম্যানহ্যাটন আদালত ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই আদালতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা ফাঁদে পড়ে যেতে পারে এমন শঙ্কায় বেশ কয়েকটি কট্টর ডানপন্থী তৃণমূলগোষ্ঠী তার ডাকে সাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একজন গ্র্যান্ড জুরি সোমবারও কয়েকজনের সাক্ষ্য শুনেছেন। তিনি চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন ট্রাম্প, তার আশঙ্কা মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে।

যদি তিনি অভিযুক্ত হন তাহলে হোয়াইট হাউজে তার ফিরে আসার চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাত দিন ধরে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের চালানো এক জরিপ সোমবার শেষ হওয়ার পর দেখা যায়, প্রায় ৪৪ শতাংশ রিপাবলিকান বলেছেন অভিযুক্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে বাদ দেয়া উচিত।

সাবেক পর্ন তারকা ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী।

পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল; তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শবান ১৪৪৪

অভিযুক্ত হতে পারেন ট্রাম্প

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। এমনটি হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

তার এই আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকরা ৬ জানুয়ারি, ২০২১ এ ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে চালানো হামলার মতো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ম্যানহ্যাটন আদালত ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই আদালতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা ফাঁদে পড়ে যেতে পারে এমন শঙ্কায় বেশ কয়েকটি কট্টর ডানপন্থী তৃণমূলগোষ্ঠী তার ডাকে সাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একজন গ্র্যান্ড জুরি সোমবারও কয়েকজনের সাক্ষ্য শুনেছেন। তিনি চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন ট্রাম্প, তার আশঙ্কা মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে।

যদি তিনি অভিযুক্ত হন তাহলে হোয়াইট হাউজে তার ফিরে আসার চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাত দিন ধরে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের চালানো এক জরিপ সোমবার শেষ হওয়ার পর দেখা যায়, প্রায় ৪৪ শতাংশ রিপাবলিকান বলেছেন অভিযুক্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে বাদ দেয়া উচিত।

সাবেক পর্ন তারকা ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের এক আইনজীবী।

পরবর্তীকালে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনের জেল হয়েছিল; তবে শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।