কাল সিলেটে শেষ ওয়ানডে

দল থেকে বাদ আফিফ-শরিফুল

আগামীকাল সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচে ১৮৩ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের স্বাদ পায় টাইগাররা। গত সোমবার বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৬০ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুশফিক।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়েন মুশফিক। এতে ভেঙে যায় সাকিব আল হাসানের রেকর্ড। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলাম।

বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো একাদশ থেকে বাদ পড়েন আফিফ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতির পরও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই নিজেদের ওয়ানডেতে ইতিহাসে দুটি সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

চোখের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যাথা পান তিনি। তৃতীয় ম্যাচে খেলার জন্য প্রস্তুত তিনি।

তৃতীয় ওয়ানডের দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজ।

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৮ চৈত্র ১৪২৯, ২৯ শবান ১৪৪৪

কাল সিলেটে শেষ ওয়ানডে

দল থেকে বাদ আফিফ-শরিফুল

ক্রীড়া বার্তা পরিবেশক

আগামীকাল সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

প্রথম ম্যাচে ১৮৩ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের স্বাদ পায় টাইগাররা। গত সোমবার বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৬০ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুশফিক।

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়েন মুশফিক। এতে ভেঙে যায় সাকিব আল হাসানের রেকর্ড। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও পেসার শরিফুল ইসলাম।

বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো একাদশ থেকে বাদ পড়েন আফিফ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতির পরও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই নিজেদের ওয়ানডেতে ইতিহাসে দুটি সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

চোখের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যাথা পান তিনি। তৃতীয় ম্যাচে খেলার জন্য প্রস্তুত তিনি।

তৃতীয় ওয়ানডের দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজ।