নাঈমের সেঞ্চুরিতে উড়ে গেল মোহামেডান

নাঈম শেখের দুর্দান্ত সেঞ্চুরিতে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৩৫ রান করে মোহামেডান। ২৩৬ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ৩৪ দশমিক ৩ ওভারেই স্পর্শ করে আবাহনী। ৮৬ বলে অপরাজিত ১১০ রান করেন নাঈম। তার ইনিংসে ১১টি চার ও ৩টি ছয় ছিল। দুর্দান্ত ইনিংসের সুবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে লড়াইয়ে ম্যাচ সেরা হন নাঈম।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৪৯ রান করে আবাহনীর জয়ে বড় অবদান রাখেন সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পড়া আফিফ হোসেনও। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৮ বলে অপরাজিত ২৫ ও মাহমুদুল হাসান জয় ২৪ রান করেন।

১টি করে উইকেট নেন চার বোলার।

এর আগে ব্যাট হাতে দলকে শুভ সূচনা এনে দেন মোহামেডানের দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৩৭ রানের জুটি গড়েন তারা। ২৯তম ওভারে ইমরুলকে থামিয়ে জুটি ভাঙেন আবাহনীর স্পিনার তানভীর ইসলাম। ৫টি চার ও ২টি ছক্কায় ৯৬ বলে ৬৮ রান করেন ইমরুল। সাইফুদ্দিনের শিকার হবার আগে ৮৫ বলে ৭০ রান করেন অঙ্কন। ৭টি চার ও ২টি ছয় মারেন অঙ্কন।

ইমরুল-অঙ্কনের বিদায়ের পর ১৩ রানে ৪ উইকেট হারায় মোহামেডান। শেষ ১২৯ বলে ৯৮ রান জড়ো করতে পারে তারা। আবাহনীর সাইফুদ্দিন ৪৫ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: মোহামেডান ২৩৫/৮ (ইমরুল ৬৮, মাহিদুল ৭০, সৌম্য ১, মাহমুদউল্লাহ ৩, অনুষ্টুপ ৩০, আরিফুল ৩৭*, শুভাগত ০, সাইফুল ৫, কামরুল ৬, এনামুল জুনি. ৮*; সাইফ ৪/৪৫, তানজিম ২/৫৪, তানভির ২/৩৯)।

আবাহনী ৩৪.৩ ওভারে ২৩৬/৪ (এনামুল ১৭, নাঈম শেখ ১১০*, মাহমুদুল ২৪, ইন্দ্রজিৎ ৯, আফিফ ৪৯, মোসাদ্দেক ২৫*; এনামুল জুনি. ১/২৬, রুয়েল ১/২৮, মাহমুদউল্লাহ ১/৩৯, সৌম্য ১/২৩)।

ম্যাচ সেরা: নাঈম শেখ।

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শবান ১৪৪৪

নাঈমের সেঞ্চুরিতে উড়ে গেল মোহামেডান

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আবাহনীর ম্যাচ সেরা নাঈম শেখ

নাঈম শেখের দুর্দান্ত সেঞ্চুরিতে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৩৫ রান করে মোহামেডান। ২৩৬ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ৩৪ দশমিক ৩ ওভারেই স্পর্শ করে আবাহনী। ৮৬ বলে অপরাজিত ১১০ রান করেন নাঈম। তার ইনিংসে ১১টি চার ও ৩টি ছয় ছিল। দুর্দান্ত ইনিংসের সুবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে লড়াইয়ে ম্যাচ সেরা হন নাঈম।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৪৯ রান করে আবাহনীর জয়ে বড় অবদান রাখেন সম্প্রতি বাংলাদেশ দল থেকে বাদ পড়া আফিফ হোসেনও। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৮ বলে অপরাজিত ২৫ ও মাহমুদুল হাসান জয় ২৪ রান করেন।

১টি করে উইকেট নেন চার বোলার।

এর আগে ব্যাট হাতে দলকে শুভ সূচনা এনে দেন মোহামেডানের দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৩৭ রানের জুটি গড়েন তারা। ২৯তম ওভারে ইমরুলকে থামিয়ে জুটি ভাঙেন আবাহনীর স্পিনার তানভীর ইসলাম। ৫টি চার ও ২টি ছক্কায় ৯৬ বলে ৬৮ রান করেন ইমরুল। সাইফুদ্দিনের শিকার হবার আগে ৮৫ বলে ৭০ রান করেন অঙ্কন। ৭টি চার ও ২টি ছয় মারেন অঙ্কন।

ইমরুল-অঙ্কনের বিদায়ের পর ১৩ রানে ৪ উইকেট হারায় মোহামেডান। শেষ ১২৯ বলে ৯৮ রান জড়ো করতে পারে তারা। আবাহনীর সাইফুদ্দিন ৪৫ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: মোহামেডান ২৩৫/৮ (ইমরুল ৬৮, মাহিদুল ৭০, সৌম্য ১, মাহমুদউল্লাহ ৩, অনুষ্টুপ ৩০, আরিফুল ৩৭*, শুভাগত ০, সাইফুল ৫, কামরুল ৬, এনামুল জুনি. ৮*; সাইফ ৪/৪৫, তানজিম ২/৫৪, তানভির ২/৩৯)।

আবাহনী ৩৪.৩ ওভারে ২৩৬/৪ (এনামুল ১৭, নাঈম শেখ ১১০*, মাহমুদুল ২৪, ইন্দ্রজিৎ ৯, আফিফ ৪৯, মোসাদ্দেক ২৫*; এনামুল জুনি. ১/২৬, রুয়েল ১/২৮, মাহমুদউল্লাহ ১/৩৯, সৌম্য ১/২৩)।

ম্যাচ সেরা: নাঈম শেখ।