র‌্যাংকিংয়ে দেশের সেরা অবস্থানে মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে ১০০ রানের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকার চার ধাপ এগিয়ে মুশফিক ১৮তম স্থানে উঠেছেন। যা ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।

অধিনায়ক তামিম ইকবাল তিন ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমে গেছেন তামিম।

মুশফিক-তামিমের পর র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে ২৭তম স্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকার সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন সাকিব।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তৃতীয় স্থানে নেমে গেছেন সিরাজ।

সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৫ রানের দারুণ ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৮৮৩। ৯১৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের তালিকায় ভারতের রবীচন্দ্রন অশি^ন ও অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শবান ১৪৪৪

র‌্যাংকিংয়ে দেশের সেরা অবস্থানে মুশফিক

ক্রীড়া বার্তা পরিবেশক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে ১০০ রানের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকার চার ধাপ এগিয়ে মুশফিক ১৮তম স্থানে উঠেছেন। যা ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।

অধিনায়ক তামিম ইকবাল তিন ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমে গেছেন তামিম।

মুশফিক-তামিমের পর র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে ২৭তম স্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকার সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন সাকিব।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তৃতীয় স্থানে নেমে গেছেন সিরাজ।

সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৫ রানের দারুণ ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৮৮৩। ৯১৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের তালিকায় ভারতের রবীচন্দ্রন অশি^ন ও অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।