মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর মাঠে নামছে আর্জেন্টিনা

লিওনেল মেসিসহ বিশ্বকাপ বিজয়ী দলে খেলোয়াড়রা আগামী বৃহস্পতিবার দেশে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।

কাতারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর এটা হবে তাদের প্রথম ম্যাচ।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মধ্য আমেরিকার মিনোস পানামার বিরুদ্ধে ম্যাচের জন্য ১৫ লাখের বেশি ভক্ত ৬৩,০০০টি উপলব্ধ টিকেটের জন্য আবেদন করেছিলেন।

ডিসেম্বরে ফ্রান্সের বিপক্ষে আলবিসেলেস্তেদের নাটকীয় পেনাল্টি শুট-আউট জয়ের পর ফুটবল-পাগল আর্জেন্টাইনরা আরও বেশি আনন্দে আত্মহারা হয়ে উঠে। আনুমানিক ৫০ লাখ মানুষ দেশে ট্রফি প্যারেডের জন্য বুয়েনস আইরেসের রাস্তায় ভিড় করেছিল।

এত জনতা ছিল যে প্যারেডটি কেন্দ্রীয় বুয়েনস আইরেসে পৌঁছানোর অনেক আগেই পরিত্যাগ করতে হয়েছিল কারণ এটি ইতিমধ্যেই নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পিছিয়ে ছিল।

দোহায় ফাইনালের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, যেখানে তিনি দুটি গোল এবং একটি শুট-আউট স্পট-কিক করেছিলেন, কিন্তু পিএসজির ফরোয়ার্ড বলেছিলেন যে তিনি আরও কিছুটা দীর্ঘ চালিয়ে যেতে চান যাতে তিনি করতে পারেন। একটি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নীল এবং সাদা আর্জেন্টিনা জার্সি পরেন.

গত মঙ্গলবার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘সে ভালো অবস্থায় আছে, সে আসতেই চায়। যখন সে আমাকে বলবে যে তার ভালো লাগছে না, আমরা দেখব। এই মুহূর্তে সে জাতীয় দলে খুশি’।

বিশ্বকাপ জেতার পর কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে

বিশ্ব চ্যাম্পিয়ন বলে সব কিছু সহজেই পেয়ে যাব না : স্ক্যালনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালনি মনে করেন তার দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ধরে রাখাটা খুবই প্রয়োজন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়রা হার না মানার মানসিকতা নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক লিওনেল মেসিসহ বিবিশ্বকাপ দলের খেলোয়াড়দের নিয়েই পানামার বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। নিজ দলের লক্ষ্য সম্পর্কে স্ক্যালনি বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তার অর্থ এই নয় যে আমরা সব কিছু সহজেই পেয়ে যাব। কেবল বিশ্বকাপ জেতার কারণেই সব কিছু হাতের মুঠোয় চলে আসবে এমনটা ভাবা ঠিক হবে না। খেলোয়াড়দের বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে হবে।’

স্ক্যালনির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার আগে কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয় করে। তাই খেলোয়াড়দের সেই ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতাই আশা করছেন কোচ। খেলোয়াড়দের তিনি বলেন, ‘নতুন একটি যাত্রা শুরু হতে যাচ্ছে। সেখানে মাঠের নিয়মই সব। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বাড়তি কোন সুবিধা পাওয়া যাবে না। আমাদের পরিশ্রম অব্যাহত রাখতে হবে। আর্জেন্টিনার জাার্সি গায়ে কেউ নিজের সেরাটা না দিলে সেটা গায়ে দেয়ার অধিকার থাকবে না। মাঠের বাইরে যতই আনন্দ করুক না কেন। মাঠে আমাদের আসল কাজটি ঠিকভাবে করতে হবে।’

বিশ্বকাপের ফাইনালের একাদশ নিয়েই পানামার বিপক্ষে মাঠে দল নামাতে চান স্ক্যালনি। বিশ্বকাপ স্কোয়াডের দুই খেলোয়াড় আলেজান্দ্রো গারানচো এবং পাপু গোমেজ দলের সঙ্গে যেতে পারেননি। গোমেজকে ছাড়েনি তার স্পেনিশ ক্লাব সেভিয়া এবং আলেজান্দ্রো ইনজুরি আক্রান্ত।

স্ক্যালনি কয়েকদিন আগে ফিফার বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হন। তখন থেকেই আলোচনা চলছে যে তিনি আর্জেন্টিনার সেরা কোচ কিনা। এ প্রসঙ্গে স্ক্যালনি বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনার জন্য কাজ করি। এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কে সেরা আর কে খারা সে আলোচনায় কিছুই আসে যায় না।’ আর্জেন্টিনা এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিল।

বিশ্বকাপের পর পানামার বিপক্ষেই আর্জেন্টিনা খেলতে যাচেছ প্রথম ম্যাচ। তাই দলের খেলোয়াড়দের মধ্যে একটি উৎসবের আমেজ কাজ করছে।

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শবান ১৪৪৪

মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর মাঠে নামছে আর্জেন্টিনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

লিওনেল মেসিসহ বিশ্বকাপ বিজয়ী দলে খেলোয়াড়রা আগামী বৃহস্পতিবার দেশে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে।

কাতারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর এটা হবে তাদের প্রথম ম্যাচ।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মধ্য আমেরিকার মিনোস পানামার বিরুদ্ধে ম্যাচের জন্য ১৫ লাখের বেশি ভক্ত ৬৩,০০০টি উপলব্ধ টিকেটের জন্য আবেদন করেছিলেন।

ডিসেম্বরে ফ্রান্সের বিপক্ষে আলবিসেলেস্তেদের নাটকীয় পেনাল্টি শুট-আউট জয়ের পর ফুটবল-পাগল আর্জেন্টাইনরা আরও বেশি আনন্দে আত্মহারা হয়ে উঠে। আনুমানিক ৫০ লাখ মানুষ দেশে ট্রফি প্যারেডের জন্য বুয়েনস আইরেসের রাস্তায় ভিড় করেছিল।

এত জনতা ছিল যে প্যারেডটি কেন্দ্রীয় বুয়েনস আইরেসে পৌঁছানোর অনেক আগেই পরিত্যাগ করতে হয়েছিল কারণ এটি ইতিমধ্যেই নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পিছিয়ে ছিল।

দোহায় ফাইনালের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, যেখানে তিনি দুটি গোল এবং একটি শুট-আউট স্পট-কিক করেছিলেন, কিন্তু পিএসজির ফরোয়ার্ড বলেছিলেন যে তিনি আরও কিছুটা দীর্ঘ চালিয়ে যেতে চান যাতে তিনি করতে পারেন। একটি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নীল এবং সাদা আর্জেন্টিনা জার্সি পরেন.

গত মঙ্গলবার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘সে ভালো অবস্থায় আছে, সে আসতেই চায়। যখন সে আমাকে বলবে যে তার ভালো লাগছে না, আমরা দেখব। এই মুহূর্তে সে জাতীয় দলে খুশি’।

বিশ্বকাপ জেতার পর কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে

বিশ্ব চ্যাম্পিয়ন বলে সব কিছু সহজেই পেয়ে যাব না : স্ক্যালনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালনি মনে করেন তার দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ধরে রাখাটা খুবই প্রয়োজন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়রা হার না মানার মানসিকতা নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক লিওনেল মেসিসহ বিবিশ্বকাপ দলের খেলোয়াড়দের নিয়েই পানামার বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। নিজ দলের লক্ষ্য সম্পর্কে স্ক্যালনি বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তার অর্থ এই নয় যে আমরা সব কিছু সহজেই পেয়ে যাব। কেবল বিশ্বকাপ জেতার কারণেই সব কিছু হাতের মুঠোয় চলে আসবে এমনটা ভাবা ঠিক হবে না। খেলোয়াড়দের বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে হবে।’

স্ক্যালনির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার আগে কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয় করে। তাই খেলোয়াড়দের সেই ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতাই আশা করছেন কোচ। খেলোয়াড়দের তিনি বলেন, ‘নতুন একটি যাত্রা শুরু হতে যাচ্ছে। সেখানে মাঠের নিয়মই সব। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বাড়তি কোন সুবিধা পাওয়া যাবে না। আমাদের পরিশ্রম অব্যাহত রাখতে হবে। আর্জেন্টিনার জাার্সি গায়ে কেউ নিজের সেরাটা না দিলে সেটা গায়ে দেয়ার অধিকার থাকবে না। মাঠের বাইরে যতই আনন্দ করুক না কেন। মাঠে আমাদের আসল কাজটি ঠিকভাবে করতে হবে।’

বিশ্বকাপের ফাইনালের একাদশ নিয়েই পানামার বিপক্ষে মাঠে দল নামাতে চান স্ক্যালনি। বিশ্বকাপ স্কোয়াডের দুই খেলোয়াড় আলেজান্দ্রো গারানচো এবং পাপু গোমেজ দলের সঙ্গে যেতে পারেননি। গোমেজকে ছাড়েনি তার স্পেনিশ ক্লাব সেভিয়া এবং আলেজান্দ্রো ইনজুরি আক্রান্ত।

স্ক্যালনি কয়েকদিন আগে ফিফার বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কৃত হন। তখন থেকেই আলোচনা চলছে যে তিনি আর্জেন্টিনার সেরা কোচ কিনা। এ প্রসঙ্গে স্ক্যালনি বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনার জন্য কাজ করি। এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কে সেরা আর কে খারা সে আলোচনায় কিছুই আসে যায় না।’ আর্জেন্টিনা এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিল।

বিশ্বকাপের পর পানামার বিপক্ষেই আর্জেন্টিনা খেলতে যাচেছ প্রথম ম্যাচ। তাই দলের খেলোয়াড়দের মধ্যে একটি উৎসবের আমেজ কাজ করছে।