এমবাপ্পে অধিনায়ক হতেই অবসরের ইঙ্গিত গ্রিজম্যানের

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্স নতুন অধিনায়ক ঘোষণা করতেই শুরু অশান্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন আতোঁয়া গ্রিজম্যান। নেতৃত্ব না পেয়ে ক্ষুব্ধ অ্যাটলেটিকো মাদ্রিদের ৩২ বছরের স্ট্রাইকার।

এমবাপ্পের সহ-অধিনায়ক হয়ে ক্ষুব্ধ গ্রিজম্যান। হুগো লরিস অবসর নেয়ার পর অধিনায়ক হওয়ার আশায় ছিলেন গ্রিজম্যান। কিন্তু তাকে টপকে ২৪ বছরের এমবাপ্পেকে অধিনায়ক করায় তিনি অপমানিত বোধ করছেন। ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন ক্ষুব্ধ গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ১১৭টি ম্যাচ খেলা অভিজ্ঞ ফুটবলার অবসর নেয়ার কথা ভাবছেন। ঘনিষ্ঠ মহলে গ্রিজম্যান শুধু বলেছেন, ‘ফ্রান্স এবং দিদিয়ের দেশ্যমের জন্য আমি সব কিছু দিয়েছিলাম।’ কয়েক দিনের মধ্যে নিজের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ফ্রান্সের নতুন সহ-অধিনায়ক। ২০১৪ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল গ্রিজম্যানের। দেশের হয়ে করেছেন ৪২টি গোল।

গত ১০ বছর ফ্রান্সের ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন লরিস। গত বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তার মতো দীর্ঘমেয়াদি অধিনায়ক চাইছেন ফ্রান্সের ফুটবল কর্তারা। কোচ দেশম সঙ্গে আলোচনা করেই নতুন অধিনায়ক হিসেবে এমবাপ্পের নাম ঘোষণা করা হয়েছে। বয়স কম হওয়ায় এমবাপ্পে বেশ কয়েক বছর খেলবেন।

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শবান ১৪৪৪

এমবাপ্পে অধিনায়ক হতেই অবসরের ইঙ্গিত গ্রিজম্যানের

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্স নতুন অধিনায়ক ঘোষণা করতেই শুরু অশান্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন আতোঁয়া গ্রিজম্যান। নেতৃত্ব না পেয়ে ক্ষুব্ধ অ্যাটলেটিকো মাদ্রিদের ৩২ বছরের স্ট্রাইকার।

এমবাপ্পের সহ-অধিনায়ক হয়ে ক্ষুব্ধ গ্রিজম্যান। হুগো লরিস অবসর নেয়ার পর অধিনায়ক হওয়ার আশায় ছিলেন গ্রিজম্যান। কিন্তু তাকে টপকে ২৪ বছরের এমবাপ্পেকে অধিনায়ক করায় তিনি অপমানিত বোধ করছেন। ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন ক্ষুব্ধ গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে ১১৭টি ম্যাচ খেলা অভিজ্ঞ ফুটবলার অবসর নেয়ার কথা ভাবছেন। ঘনিষ্ঠ মহলে গ্রিজম্যান শুধু বলেছেন, ‘ফ্রান্স এবং দিদিয়ের দেশ্যমের জন্য আমি সব কিছু দিয়েছিলাম।’ কয়েক দিনের মধ্যে নিজের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ফ্রান্সের নতুন সহ-অধিনায়ক। ২০১৪ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল গ্রিজম্যানের। দেশের হয়ে করেছেন ৪২টি গোল।

গত ১০ বছর ফ্রান্সের ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন লরিস। গত বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তার মতো দীর্ঘমেয়াদি অধিনায়ক চাইছেন ফ্রান্সের ফুটবল কর্তারা। কোচ দেশম সঙ্গে আলোচনা করেই নতুন অধিনায়ক হিসেবে এমবাপ্পের নাম ঘোষণা করা হয়েছে। বয়স কম হওয়ায় এমবাপ্পে বেশ কয়েক বছর খেলবেন।