বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে চাই সচেতনতা

বৈশ্বিক সংকটের ফলে বর্তমান বিশ্ব অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। যে কারণে অনেক দেশের অর্থনীতিতে নাজুক অবস্থা বিরাজ করছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত করেছে। সৃষ্ট নতুন নতুন বৈশ্বিক সংকটের ফলে জ্বালানি তেলের দাম কয়েকগুণ বেড়েছে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন। তাই সরকার জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করেছে বৈশ্বিক সংকট মোকাবেলার পাশাপাশি এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজনে, যেটি নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তাকে সুসংহত করছে এবং করবে।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করেতে হলে অপ্রয়োজনে লাইটের ব্যবহার পরিহার করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী এবং জ্বালানি দক্ষ লাইটিং সিস্টেম ব্যবহার করতে হবে ও অপ্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখতে হবে। ফ্যান, গ্যাসের চুলা প্রয়োজন না হলে বন্ধ রাখতে হবে। প্রয়োজন না হলে মাইক্রোওয়েভ, কম্পিউটার, টিভি, ওভেন, প্রিন্টার, ফটোকপির, চার্জার ইত্যাদি যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখতে হবে। প্রতিটি নাগরিক যদি এ ব্যাপারে সচেতন হন তাহলে দেশের জ্বালানি সম্পদ অনেকটা সাশ্রয় হবে। তাই দেশের বৃহৎ স্বার্থে আমাদের উচিত সরকারকে এক্ষেত্রে সহায়তা করা এবং জ্বালানি সাশ্রয়ী হওয়া।

সাকিবুল হাছান

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ , ০৯ চৈত্র ১৪২৯, ৩০ শবান ১৪৪৪

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে চাই সচেতনতা

বৈশ্বিক সংকটের ফলে বর্তমান বিশ্ব অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। যে কারণে অনেক দেশের অর্থনীতিতে নাজুক অবস্থা বিরাজ করছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত করেছে। সৃষ্ট নতুন নতুন বৈশ্বিক সংকটের ফলে জ্বালানি তেলের দাম কয়েকগুণ বেড়েছে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরো বাড়বে বলে বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন। তাই সরকার জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণ করেছে বৈশ্বিক সংকট মোকাবেলার পাশাপাশি এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজনে, যেটি নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তাকে সুসংহত করছে এবং করবে।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করেতে হলে অপ্রয়োজনে লাইটের ব্যবহার পরিহার করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী এবং জ্বালানি দক্ষ লাইটিং সিস্টেম ব্যবহার করতে হবে ও অপ্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখতে হবে। ফ্যান, গ্যাসের চুলা প্রয়োজন না হলে বন্ধ রাখতে হবে। প্রয়োজন না হলে মাইক্রোওয়েভ, কম্পিউটার, টিভি, ওভেন, প্রিন্টার, ফটোকপির, চার্জার ইত্যাদি যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখতে হবে। প্রতিটি নাগরিক যদি এ ব্যাপারে সচেতন হন তাহলে দেশের জ্বালানি সম্পদ অনেকটা সাশ্রয় হবে। তাই দেশের বৃহৎ স্বার্থে আমাদের উচিত সরকারকে এক্ষেত্রে সহায়তা করা এবং জ্বালানি সাশ্রয়ী হওয়া।

সাকিবুল হাছান