ফেব্রুয়ারিতে করপোরেট আয়কর জমা প্রায় দুই হাজার চারশ’ কোটি টাকা

গত ১৫ জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান আয়কর রিটার্ন দাখিল করতে পারেনি

বিগত ২০২১-২২ অর্থবছরের জন্য গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৩ দশমিক ৭৩ শতাংশ কোম্পানি আয়কর রিটার্ন দাখিল করেছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান রিটার্ন দাখিলের জন্য আরও সময় চেয়ে এনবিআরে আবেদন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে। এনবিআরের তথ্য মতে, দেশে এক লাখ ৬৭ হাজার ১৩৫ জন করপোরেট টিআইএনধারীর মধ্যে ২২ হাজার ৯৪৮ জন রিটার্ন জমা দিয়েছেন। আর তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করপোরেট আয়কর বাবদ পেয়েছে দুই হাজার ৩৭৪ কোটি ৭৯ লাখ টাকা। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের কার্যালয়ের তথ্য মতে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট দুই লাখ ৮০ হাজার পাবলিক অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পেয়েছে। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান করদাতা শনাক্তকরণ (টিআইএন) নম্বর ছাড়াই দেশে ব্যবসা করছে।

এনবিআরের কর মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান আয়কর রিটার্ন দাখিল করতে পারেনি। এ বছর এনবিআর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ায়নি, তবে করদাতাদের কাছ থেকে সময় বাড়ানোর জন্য আবেদন পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, করপোরেট ট্যাক্স রিটার্ন পরিশোধের নিয়ম নিয়ে কর কর্মকর্তাদের আরও উদ্বিগ্ন হওয়া উচিত। মোট প্রত্যক্ষ করের প্রায় ১৭ শতাংশ আসে করপোরেট করদাতাদের কাছ থেকে। করপোরেট ট্যাক্স রিটার্ন কমপ্লায়েন্স দেশের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগজনক। করপোরেট কোম্পানিগুলো কেন সময়মতো রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছে, তা নিয়ে এনবিআরের গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, রাজস্ব বোর্ডকে এগুলো মেনে চলার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করতে হবে। রিটার্ন দাখিল প্রক্রিয়া অটোমেশন এবং নিবন্ধিত কোম্পানিগুলোর ফলোআপের পাশাপাশি করপোরেট ট্যাক্স কমপ্লায়েন্সের উচ্চ ব্যয় কমানো জরুরি।

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯, ০১ রমজান ১৪৪৪

ফেব্রুয়ারিতে করপোরেট আয়কর জমা প্রায় দুই হাজার চারশ’ কোটি টাকা

গত ১৫ জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান আয়কর রিটার্ন দাখিল করতে পারেনি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিগত ২০২১-২২ অর্থবছরের জন্য গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৩ দশমিক ৭৩ শতাংশ কোম্পানি আয়কর রিটার্ন দাখিল করেছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান রিটার্ন দাখিলের জন্য আরও সময় চেয়ে এনবিআরে আবেদন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে। এনবিআরের তথ্য মতে, দেশে এক লাখ ৬৭ হাজার ১৩৫ জন করপোরেট টিআইএনধারীর মধ্যে ২২ হাজার ৯৪৮ জন রিটার্ন জমা দিয়েছেন। আর তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করপোরেট আয়কর বাবদ পেয়েছে দুই হাজার ৩৭৪ কোটি ৭৯ লাখ টাকা। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের কার্যালয়ের তথ্য মতে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মোট দুই লাখ ৮০ হাজার পাবলিক অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পেয়েছে। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান করদাতা শনাক্তকরণ (টিআইএন) নম্বর ছাড়াই দেশে ব্যবসা করছে।

এনবিআরের কর মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ জানুয়ারির মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান আয়কর রিটার্ন দাখিল করতে পারেনি। এ বছর এনবিআর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ায়নি, তবে করদাতাদের কাছ থেকে সময় বাড়ানোর জন্য আবেদন পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, করপোরেট ট্যাক্স রিটার্ন পরিশোধের নিয়ম নিয়ে কর কর্মকর্তাদের আরও উদ্বিগ্ন হওয়া উচিত। মোট প্রত্যক্ষ করের প্রায় ১৭ শতাংশ আসে করপোরেট করদাতাদের কাছ থেকে। করপোরেট ট্যাক্স রিটার্ন কমপ্লায়েন্স দেশের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগজনক। করপোরেট কোম্পানিগুলো কেন সময়মতো রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছে, তা নিয়ে এনবিআরের গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, রাজস্ব বোর্ডকে এগুলো মেনে চলার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করতে হবে। রিটার্ন দাখিল প্রক্রিয়া অটোমেশন এবং নিবন্ধিত কোম্পানিগুলোর ফলোআপের পাশাপাশি করপোরেট ট্যাক্স কমপ্লায়েন্সের উচ্চ ব্যয় কমানো জরুরি।