২০ বছর পর আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীল পাড়া এলাকায় ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বসতঘরে জ্বালানি তেল ছিটিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয় একই পরিবারের নারী-শিশুসহ মোট ১১ জনকে।

এ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম অজ্ঞাত কারণে অনেকটা ঝিমিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ ২০ বছর পর এই মামলার পলাতক আসামি আমিনুল হক প্র. আমিলিক্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ। গত বুধবার দুপুরে থানা পুলিশের ওসি মো. কামাল উদ্দিন পিপিএমর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব পোদ্দার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আমিনুল হক প্র. আমিলিক্যা খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার অছি উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের তেজেন্দ্র লাল শীলের ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে জ্বালানি তেল ছিটিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে নারী শিশুসহ ১১ জনকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ ৩য় আদালত বিচারাধীন রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ সময় ধরে মামলাটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক আসামি আমিনুল হক প্রকাশ আমিলিক্যা এলাকায় আসার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপদ্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নর্দেশ দেন।’

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯, ০১ রমজান ১৪৪৪

এক পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা

২০ বছর পর আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীল পাড়া এলাকায় ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বসতঘরে জ্বালানি তেল ছিটিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয় একই পরিবারের নারী-শিশুসহ মোট ১১ জনকে।

এ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম অজ্ঞাত কারণে অনেকটা ঝিমিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ ২০ বছর পর এই মামলার পলাতক আসামি আমিনুল হক প্র. আমিলিক্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ। গত বুধবার দুপুরে থানা পুলিশের ওসি মো. কামাল উদ্দিন পিপিএমর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব পোদ্দার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আমিনুল হক প্র. আমিলিক্যা খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার অছি উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের তেজেন্দ্র লাল শীলের ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে জ্বালানি তেল ছিটিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে নারী শিশুসহ ১১ জনকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ ৩য় আদালত বিচারাধীন রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ সময় ধরে মামলাটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার পলাতক আসামি আমিনুল হক প্রকাশ আমিলিক্যা এলাকায় আসার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপদ্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নর্দেশ দেন।’