টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হলো টিকটক কমিউনিটির অংশ হওয়ার মানদন্ড যা এই প্ল্যাটফরমের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। টিকটকের কমিউনিটি গাইডলাইনের উল্লেখযোগ্য আপডেটগুলো হলো-

টিকটক তাদের বিদ্বেষমূলক বক্তৃতা এবং আচরণ সম্পর্কিত নীতিতে ‘ট্রাইব’ নামক একটি সুরক্ষিত বৈশিষ্ট্য যুক্ত করছে। যেখানে সরকার, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টগুলোর প্রতি প্ল্যাটফরমটির দৃষ্টিভঙ্গি বিবেচিত হবে।

টিকটকের নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলো ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। সেই সঙ্গে আগামী মাসগুলোতে প্ল্যাটফরমটি তাদের মডারেটরদের অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করবে যাতে এই আপডেট হওয়া নিয়ম এবং মানগুলো কার্যকরভাবে প্রয়োগ শুরু হয়।

টিকটক তাদের মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তম্ভ স্থাপন করেছে। সেগুলো হলো: ১. লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারণ। ২. বয়স-সীমা অনুযায়ী কনটেন্ট যেটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য (১৮ বছর বা তার বেশি)। তবে, কনটেন্ট অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী হতে হবে। ৩. যে কনটেন্ট বিস্তৃত দর্শকদের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। ৪. টিকটকের কমিউনিটিকে তাদের অভিজ্ঞতার নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্য সরঞ্জাম এবং উপায়গুলোকে শক্তিশালী করা।

এই রিফ্রেশড কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে, টিকটক তাদের কমিউনিটিকে তাদের নিয়ম এবং সেগুলো কীভাবে প্রয়োগ করা হয় সে সম্পর্কে আরও স্বচ্ছতা প্রদান করছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ , ১০ চৈত্র ১৪২৯, ০১ রমজান ১৪৪৪

টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

image

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হলো টিকটক কমিউনিটির অংশ হওয়ার মানদন্ড যা এই প্ল্যাটফরমের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। টিকটকের কমিউনিটি গাইডলাইনের উল্লেখযোগ্য আপডেটগুলো হলো-

টিকটক তাদের বিদ্বেষমূলক বক্তৃতা এবং আচরণ সম্পর্কিত নীতিতে ‘ট্রাইব’ নামক একটি সুরক্ষিত বৈশিষ্ট্য যুক্ত করছে। যেখানে সরকার, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টগুলোর প্রতি প্ল্যাটফরমটির দৃষ্টিভঙ্গি বিবেচিত হবে।

টিকটকের নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলো ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। সেই সঙ্গে আগামী মাসগুলোতে প্ল্যাটফরমটি তাদের মডারেটরদের অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করবে যাতে এই আপডেট হওয়া নিয়ম এবং মানগুলো কার্যকরভাবে প্রয়োগ শুরু হয়।

টিকটক তাদের মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তম্ভ স্থাপন করেছে। সেগুলো হলো: ১. লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারণ। ২. বয়স-সীমা অনুযায়ী কনটেন্ট যেটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য (১৮ বছর বা তার বেশি)। তবে, কনটেন্ট অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী হতে হবে। ৩. যে কনটেন্ট বিস্তৃত দর্শকদের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। ৪. টিকটকের কমিউনিটিকে তাদের অভিজ্ঞতার নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্য সরঞ্জাম এবং উপায়গুলোকে শক্তিশালী করা।

এই রিফ্রেশড কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে, টিকটক তাদের কমিউনিটিকে তাদের নিয়ম এবং সেগুলো কীভাবে প্রয়োগ করা হয় সে সম্পর্কে আরও স্বচ্ছতা প্রদান করছে। সংবাদ বিজ্ঞপ্তি।