প্রথমবার দেখা হলো জয়া-স্বস্তিকার

টলিউড পাড়ায় জয়া আহসানের যাতায়াত এক দশকের। এই সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করে পুরস্কারও পেয়েছেন অনেক। জয়ার এই দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলা যায় স্বস্তিকা মুখার্জিকে। যিনি আরও অনেক আগে থেকেই টলিউডে প্রতিষ্ঠিত। ভক্তরা তাদের অভিহিত করেন বাংলার দেবী বলে। বছরের পর বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও আগে কখনও সরাসরি দেখাই হয়নি তাদের। তবে এবার সাক্ষাৎ ও কাজের সেই সাঁকো তৈরি করে দিল কলকাতার একটি ম্যাগাজিন। তাদের ফটোশুটেই দেখা হয়েছে জয়া-স্বস্তিকার; এরপর একসঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন দুজনে। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার ম্যাগাজিন ‘ইনডালজ’র সৌজন্যেই এক হয়েছেন জয়া-স্বস্তিকা। ফটোশুটের একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে এনেছেন পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল। তিনিও তারকাদ্বয়কে ‘দেবী’ সম্বোধন করেছেন। আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় জয়া-স্বস্তিকার এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে।

শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১১ চৈত্র ১৪২৯, ০২ রমজান ১৪৪৪

প্রথমবার দেখা হলো জয়া-স্বস্তিকার

বিনোদন প্রতিবেদক

image

টলিউড পাড়ায় জয়া আহসানের যাতায়াত এক দশকের। এই সময়ে বেশ কিছু সিনেমায় অভিনয় করে পুরস্কারও পেয়েছেন অনেক। জয়ার এই দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলা যায় স্বস্তিকা মুখার্জিকে। যিনি আরও অনেক আগে থেকেই টলিউডে প্রতিষ্ঠিত। ভক্তরা তাদের অভিহিত করেন বাংলার দেবী বলে। বছরের পর বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও আগে কখনও সরাসরি দেখাই হয়নি তাদের। তবে এবার সাক্ষাৎ ও কাজের সেই সাঁকো তৈরি করে দিল কলকাতার একটি ম্যাগাজিন। তাদের ফটোশুটেই দেখা হয়েছে জয়া-স্বস্তিকার; এরপর একসঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন দুজনে। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার ম্যাগাজিন ‘ইনডালজ’র সৌজন্যেই এক হয়েছেন জয়া-স্বস্তিকা। ফটোশুটের একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে এনেছেন পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল। তিনিও তারকাদ্বয়কে ‘দেবী’ সম্বোধন করেছেন। আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় জয়া-স্বস্তিকার এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে।