খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার একটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আনসার আলী (৫৫) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন, আনসার আলী নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। গতকাল দুপুরে তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পথে লিন্ডা সামনে ক্লিনিকের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, আনসার আলীর বাড়ি দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে।

শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১১ চৈত্র ১৪২৯, ০২ রমজান ১৪৪৪

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা বার্তা পরিবেশক, খুলনা

image

আ’লীগ নেতার লাশ মর্গে নিয়েছে যাচ্ছে পুলিশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার একটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আনসার আলী (৫৫) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন, আনসার আলী নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। গতকাল দুপুরে তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পথে লিন্ডা সামনে ক্লিনিকের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, আনসার আলীর বাড়ি দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে।