সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’

বাংলাদেশে ট্রান্সকম ফুডস দ্বারা পরিচালিত বিশ্বজুড়ে স্বনামধন্য ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি’র একটি নতুন উদ্যোগ ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’। ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’ পরিচালিত হচ্ছে মজার স্কুল ও লিডোর সহযোগিতায়। ৬ মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালানোর পর কেএফসি সবগুলো আউটলেটে এই স্কুল চালু করার পরিকল্পনা করছে। যেখানে প্রতিদিন সকালে রেস্টুরেন্টগুলোকে পরিণত করা হবে ক্লাসরুমে। এখানে শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি, অঙ্ক, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্যশিক্ষাসহ জীবনের চলার পথের নানা বিষয় সম্পর্কে শিখতে পারবে। প্রতিটি ক্লাস সেশন চলাকালে খাবার সরবরাহের পাশাপাশি কেএফসি বাচ্চাদের বই, স্টেশনারি, স্কুল ব্যাগ এবং বিভিন্ন বোর্ড গেমও সরবরাহ করবে।

রবিবার, ২৬ মার্চ ২০২৩ , ১২ চৈত্র ১৪২৯, ০৩ রমজান ১৪৪৪

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’

image

বাংলাদেশে ট্রান্সকম ফুডস দ্বারা পরিচালিত বিশ্বজুড়ে স্বনামধন্য ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি’র একটি নতুন উদ্যোগ ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’। ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’ পরিচালিত হচ্ছে মজার স্কুল ও লিডোর সহযোগিতায়। ৬ মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালানোর পর কেএফসি সবগুলো আউটলেটে এই স্কুল চালু করার পরিকল্পনা করছে। যেখানে প্রতিদিন সকালে রেস্টুরেন্টগুলোকে পরিণত করা হবে ক্লাসরুমে। এখানে শিশুরা প্রাথমিক শিক্ষার পাশাপাশি ইংরেজি, অঙ্ক, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্যশিক্ষাসহ জীবনের চলার পথের নানা বিষয় সম্পর্কে শিখতে পারবে। প্রতিটি ক্লাস সেশন চলাকালে খাবার সরবরাহের পাশাপাশি কেএফসি বাচ্চাদের বই, স্টেশনারি, স্কুল ব্যাগ এবং বিভিন্ন বোর্ড গেমও সরবরাহ করবে।