প্রবাসী তারিকের গোলে জয় বাংলাদেশের

দ্বিপক্ষীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারিক কাজীর একমাত্র গোলে আফ্রিকান দেশ সেশেলসকে ১-০ গোলে হারায় লাল-সবুজরা। আন্তর্জাতিক ফুটবলে এটি তারিকের প্রথম গোল। সেই সঙ্গে দেশের মাটিতে ২৭ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ। তাই র‌্যাংকিংয়ে পেছনে থাকা সেশেলসের বিপক্ষে জয়ের আনন্দটাও ছিল বেশি।

২০২০ সালে সবশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতেছিল বাংলাদেশ। ১৩ নভেম্বরের ওই ম্যাচে জামাল ভূঁইয়ারা জিতেছিলেন ২-০ গোলে। গতকালের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক দিক দিয়েই স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই ম্যাচেই নাইজেরিয়ান থেকে বাংলাদেশের নাগরীকত্ব পাওয়া এলিটা কিংসলে প্রথম লাল সবুজের জার্সি পড়ে খেলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমানের বদলে মাঠে নামেন তিনি। বদলি হিসেবে মাঠে নামলেও গোলের দুটি সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি এলিটা। এই ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী।

ম্যাচের শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ সানায় বাংলাদেশ। তবে সেশেলসের শক্ত রক্ষণে বাঁধা পেয়ে ফিরছিল জামাল-সোহেলদের আক্রমণ। এভাবেই আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচের ১৯ মিনিটে গোলের সুযোগ আসে অতিথি দলের। বক্সের বাইরে থেকে ব্রাডন লাবরশীর শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে বাংলাদেশের নিশ্চিত গোল রুখে দেন গোলকিপার আলভিন মাইকেল। ডান প্রান্ত দিয়ে জামাল ভুইয়ার ক্রস পোস্টের খুব কাছে পেয়ে জোড়ালো হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। দারুণ দক্ষতায় বল গ্রিপে নিয়ে নেন এই গোলকিপার। আক্রমণের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সেশেলসের ব্রান্ডন। ৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে ডেরিল লুইসকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪২ মিনিটে দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলারের দক্ষতায় কাক্সিক্ষত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার ফ্রি-কিক হেড করেও ক্লিয়ার করতে পারেননি বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা সেশেলসের ডিফেন্ডার। উড়ে আসা বলে পোস্টের খুব কাছে দাঁড়িয়ে থাকা তারিক কাজী মাথা ছুইয়ে দেন। তাতেই বল জড়িয়ে যায় জালে (১-০)। বাংলাদেশের জার্সিতে ফিনল্যান্ড প্রবাসী তারিকের এটি প্রথম আন্তর্জাতিক গোল। ৭০ মিনিটে সোহেল রানার কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস করেছিলেন রাকিব হোসাইন। সেখানে অপেক্ষায় ছিলেন এলিটা কিংসলে। তবে বল তার কাছে পর্যন্ত পৌঁছাতে পারেনি। হেডে ক্লিয়ার করেন সেশেলসের ফুটবলার ওয়ারেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়াতে ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সেশেলসের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার।

বাংলাদেশ দল : আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), রাকিব হোসেন (সুমন রেজা), মজিবর রহমান জনি (রবিউল হাসান), সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও আমিনুর রহমান সজীব (এলিটা কিংসলে)।

রবিবার, ২৬ মার্চ ২০২৩ , ১২ চৈত্র ১৪২৯, ০৩ রমজান ১৪৪৪

প্রবাসী তারিকের গোলে জয় বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাংলাদেশের জয়োল্লাস। ইনসার্টে গোলদাতা তারিক

দ্বিপক্ষীয় ফুটবল সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারিক কাজীর একমাত্র গোলে আফ্রিকান দেশ সেশেলসকে ১-০ গোলে হারায় লাল-সবুজরা। আন্তর্জাতিক ফুটবলে এটি তারিকের প্রথম গোল। সেই সঙ্গে দেশের মাটিতে ২৭ মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ। তাই র‌্যাংকিংয়ে পেছনে থাকা সেশেলসের বিপক্ষে জয়ের আনন্দটাও ছিল বেশি।

২০২০ সালে সবশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতেছিল বাংলাদেশ। ১৩ নভেম্বরের ওই ম্যাচে জামাল ভূঁইয়ারা জিতেছিলেন ২-০ গোলে। গতকালের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক দিক দিয়েই স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই ম্যাচেই নাইজেরিয়ান থেকে বাংলাদেশের নাগরীকত্ব পাওয়া এলিটা কিংসলে প্রথম লাল সবুজের জার্সি পড়ে খেলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমানের বদলে মাঠে নামেন তিনি। বদলি হিসেবে মাঠে নামলেও গোলের দুটি সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারেননি এলিটা। এই ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী।

ম্যাচের শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ সানায় বাংলাদেশ। তবে সেশেলসের শক্ত রক্ষণে বাঁধা পেয়ে ফিরছিল জামাল-সোহেলদের আক্রমণ। এভাবেই আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচের ১৯ মিনিটে গোলের সুযোগ আসে অতিথি দলের। বক্সের বাইরে থেকে ব্রাডন লাবরশীর শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে বাংলাদেশের নিশ্চিত গোল রুখে দেন গোলকিপার আলভিন মাইকেল। ডান প্রান্ত দিয়ে জামাল ভুইয়ার ক্রস পোস্টের খুব কাছে পেয়ে জোড়ালো হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। দারুণ দক্ষতায় বল গ্রিপে নিয়ে নেন এই গোলকিপার। আক্রমণের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সেশেলসের ব্রান্ডন। ৩৭ মিনিটে বল দখলের লড়াইয়ে ডেরিল লুইসকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪২ মিনিটে দুই প্রবাসী বাংলাদেশি ফুটবলারের দক্ষতায় কাক্সিক্ষত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার ফ্রি-কিক হেড করেও ক্লিয়ার করতে পারেননি বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা সেশেলসের ডিফেন্ডার। উড়ে আসা বলে পোস্টের খুব কাছে দাঁড়িয়ে থাকা তারিক কাজী মাথা ছুইয়ে দেন। তাতেই বল জড়িয়ে যায় জালে (১-০)। বাংলাদেশের জার্সিতে ফিনল্যান্ড প্রবাসী তারিকের এটি প্রথম আন্তর্জাতিক গোল। ৭০ মিনিটে সোহেল রানার কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস করেছিলেন রাকিব হোসাইন। সেখানে অপেক্ষায় ছিলেন এলিটা কিংসলে। তবে বল তার কাছে পর্যন্ত পৌঁছাতে পারেনি। হেডে ক্লিয়ার করেন সেশেলসের ফুটবলার ওয়ারেন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়াতে ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সেশেলসের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার।

বাংলাদেশ দল : আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), রাকিব হোসেন (সুমন রেজা), মজিবর রহমান জনি (রবিউল হাসান), সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও আমিনুর রহমান সজীব (এলিটা কিংসলে)।