প্রিমিয়ার লীগে ৪র্থ জয় আবাহনীর

পেসার মোহাম্মদ সাইফ উদ্দিনের বোলিং ও ব্যাটার নাঈম শেখের হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সহজ জয় পেয়েছে আবাহনী ।

গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৪ ম্যাচের সবগুলোতেই জিতলো আবাহনী। ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের।

বিকেএসপির মাঠে টস জিতে বোলিং নিয়ে আবাহনী ৮১ রানে গাজীর পাঁচ উইকেট তুলে নেয়। পরে আর চাপ সামলাতে না পেরে ৪২ দশমিক ২ ওভারে ১৫৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ।

সর্বোচ্চ ৪১ করেন ভারতের রবি তেজা। মাহমুদুল হাসান ৩০ ও মেহেরব হাসান ২১ রান করেন। আবাহনীর সাইফ উদ্দিন ৯ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন।

১৫৪ রানের টার্গেটে দারুণ শুরু করে আবাহনী। ৮১ বলে দলকে ৭৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম। জুটিতে ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন বিজয়।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলে আবাহনীর জয়ের পথ সহজ করেন নাইম ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় উইকেটে ভারতের ইন্দ্রজিত বাবাকে নিয়ে ১১৫ বল বাকি রেখে আবাহনীর জয় নিশ্চিত করেন নাইম। ৪টি চার ও ১টি ছক্কায় ১০০ বল খেলে অনবদ্য ৭৪ রান করেন নাইম।

সংক্ষিপ্ত স্কোর : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪২.২ ওভারে ১৫৩ (মাহমুদুল ৩০, রবি তেজা ৪১, মেহেরব ২১ ; তানভির ২/২৭, সাইফ উদ্দিন ৪/৩০, রকিবুল ২/৩২, নাহিদুল ১/৪০, মোসাদ্দেক ১/৬)।

আবাহনী লিমিটেড ৩০.৫ ওভারে ১৫৪/২ (এনামুল ৩৮, নাইম ৭৪*, জয় ২৯ ; হুসনা হাবিব ১/১৮, মেহেরব ১/১৩)।

হাইস্কোরিং ম্যাচে

অগ্রণী ব্যাংক জয়ী

বিকেএসপির আরেক মাঠে বড় স্কোরের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ১৮ রানে হারায় সিটি ক্লাবকে।

২৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে সিটি ক্লাব। চার ম্যাচে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় জয় এটি। আর সিটি ক্লাব এখনও প্রথম জয়ের খোঁজে।

সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্লাব ২৯১/৮ (আজমির ৮৯, মার্শাল ৬২, আজিম ৬৬, আবু হায়দার ২১ ; রবিউল ৪/৬৩, তৌফিক আহমেদ ৩/৫৭)। সিটি ক্লাব ২৭৩/৯ (তৌফিক খান ৫৯, শাহরিয়ার ৫১, রাফসান ৫৩, আসিফ আহমেদ ৪৬, সাইফুল ২০ ; শরিফউল্লাহ ৩/৩৫, এনামুল ২/৪৫)।

রূপগঞ্জ টাইগার্সের জয়

ফতুল্লা স্টেডিয়ামে গতকাল লীগের আরেক ম্যাচে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। ২৪৮ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা।

চার ম্যাচে লেপার্ডসের চতুর্থ পরাজয় এটি। দুই জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রূপগঞ্জ টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর : ঢাকা লেপার্ডস ২৪৭/৮ (পিনাক ৭৯, জাকিরুল ৪৭, রকিবুল ২১, মইন ৩৬ ; মুকিদুল ২/৪৩, আলাউদ্দিন ২/৬১, নাঈম ইসলাম ২/৩২)।

রূপগঞ্জ টাইগার্স ৪৯.২ ওভারে ২৪৯/৫ (ইমতিয়াজ ৪১, ইমরানুজ্জামান ২৬, মুমিনুল ৭৫, নাঈম ইসলাম ৪০, আমানদিপ ৫১*; সালাউদ্দিন ৩/৪৩)।

রবিবার, ২৬ মার্চ ২০২৩ , ১২ চৈত্র ১৪২৯, ০৩ রমজান ১৪৪৪

প্রিমিয়ার লীগে ৪র্থ জয় আবাহনীর

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আবহানীর জয়ের নায়ক সাইফ

পেসার মোহাম্মদ সাইফ উদ্দিনের বোলিং ও ব্যাটার নাঈম শেখের হাফ-সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সহজ জয় পেয়েছে আবাহনী ।

গতকাল নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৪ ম্যাচের সবগুলোতেই জিতলো আবাহনী। ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত আছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের।

বিকেএসপির মাঠে টস জিতে বোলিং নিয়ে আবাহনী ৮১ রানে গাজীর পাঁচ উইকেট তুলে নেয়। পরে আর চাপ সামলাতে না পেরে ৪২ দশমিক ২ ওভারে ১৫৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ।

সর্বোচ্চ ৪১ করেন ভারতের রবি তেজা। মাহমুদুল হাসান ৩০ ও মেহেরব হাসান ২১ রান করেন। আবাহনীর সাইফ উদ্দিন ৯ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন।

১৫৪ রানের টার্গেটে দারুণ শুরু করে আবাহনী। ৮১ বলে দলকে ৭৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম। জুটিতে ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন বিজয়।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান তুলে আবাহনীর জয়ের পথ সহজ করেন নাইম ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় উইকেটে ভারতের ইন্দ্রজিত বাবাকে নিয়ে ১১৫ বল বাকি রেখে আবাহনীর জয় নিশ্চিত করেন নাইম। ৪টি চার ও ১টি ছক্কায় ১০০ বল খেলে অনবদ্য ৭৪ রান করেন নাইম।

সংক্ষিপ্ত স্কোর : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪২.২ ওভারে ১৫৩ (মাহমুদুল ৩০, রবি তেজা ৪১, মেহেরব ২১ ; তানভির ২/২৭, সাইফ উদ্দিন ৪/৩০, রকিবুল ২/৩২, নাহিদুল ১/৪০, মোসাদ্দেক ১/৬)।

আবাহনী লিমিটেড ৩০.৫ ওভারে ১৫৪/২ (এনামুল ৩৮, নাইম ৭৪*, জয় ২৯ ; হুসনা হাবিব ১/১৮, মেহেরব ১/১৩)।

হাইস্কোরিং ম্যাচে

অগ্রণী ব্যাংক জয়ী

বিকেএসপির আরেক মাঠে বড় স্কোরের ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ১৮ রানে হারায় সিটি ক্লাবকে।

২৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে সিটি ক্লাব। চার ম্যাচে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় জয় এটি। আর সিটি ক্লাব এখনও প্রথম জয়ের খোঁজে।

সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্লাব ২৯১/৮ (আজমির ৮৯, মার্শাল ৬২, আজিম ৬৬, আবু হায়দার ২১ ; রবিউল ৪/৬৩, তৌফিক আহমেদ ৩/৫৭)। সিটি ক্লাব ২৭৩/৯ (তৌফিক খান ৫৯, শাহরিয়ার ৫১, রাফসান ৫৩, আসিফ আহমেদ ৪৬, সাইফুল ২০ ; শরিফউল্লাহ ৩/৩৫, এনামুল ২/৪৫)।

রূপগঞ্জ টাইগার্সের জয়

ফতুল্লা স্টেডিয়ামে গতকাল লীগের আরেক ম্যাচে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্স। ২৪৮ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা।

চার ম্যাচে লেপার্ডসের চতুর্থ পরাজয় এটি। দুই জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রূপগঞ্জ টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর : ঢাকা লেপার্ডস ২৪৭/৮ (পিনাক ৭৯, জাকিরুল ৪৭, রকিবুল ২১, মইন ৩৬ ; মুকিদুল ২/৪৩, আলাউদ্দিন ২/৬১, নাঈম ইসলাম ২/৩২)।

রূপগঞ্জ টাইগার্স ৪৯.২ ওভারে ২৪৯/৫ (ইমতিয়াজ ৪১, ইমরানুজ্জামান ২৬, মুমিনুল ৭৫, নাঈম ইসলাম ৪০, আমানদিপ ৫১*; সালাউদ্দিন ৩/৪৩)।