ঐতিহাসিক জয় আফগানদের

গত শুক্রবার শারজাহ স্টেডিয়ামে প্রথম টি-২০তে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। নিয়মিত তারকাদের অধিকাংশকে বিশ্রাম দেয়া পাকিস্তান টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে। জবাবে শুরুর ধাক্কা সামলে ৪ উইকেটে ৯৮ রান তুলে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

ম্যাচের পর গণমাধ্যমের কাছে তারকা লেগ স্পিনার রশিদ বলেন, ‘অতীতে আমরা সব সময় তাদের কাছে হেরেছি। কখনও কখনও খুব অল্প ব্যবধানে। জিততে পেরে খুশি এবং আমরা আশা করি, এই মোমেন্টাম ধরে রাখতে পারব।’

আজ একই মাঠে দ্বিতীয় টি-২০।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ৯২/৯ (আইয়ুব ১৭, তাহির ১৬, ওয়াসিম ১৮, শাদাব ১২; ফারুকি ২/১৩, মুজিব ২/৯, নবি ২/১২)

আফগানিস্তান ১৭.৫ ওভারে ৯৮/৪ (গুরবাজ ১৬, নবি ৩৮*, নাজিবউল্লাহ ১৭*; ইহসানউল্লাহ ২/১৭)।

রবিবার, ২৬ মার্চ ২০২৩ , ১২ চৈত্র ১৪২৯, ০৩ রমজান ১৪৪৪

ঐতিহাসিক জয় আফগানদের

সংবাদ স্পোর্টস ডেস্ক

গত শুক্রবার শারজাহ স্টেডিয়ামে প্রথম টি-২০তে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। নিয়মিত তারকাদের অধিকাংশকে বিশ্রাম দেয়া পাকিস্তান টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে। জবাবে শুরুর ধাক্কা সামলে ৪ উইকেটে ৯৮ রান তুলে ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

ম্যাচের পর গণমাধ্যমের কাছে তারকা লেগ স্পিনার রশিদ বলেন, ‘অতীতে আমরা সব সময় তাদের কাছে হেরেছি। কখনও কখনও খুব অল্প ব্যবধানে। জিততে পেরে খুশি এবং আমরা আশা করি, এই মোমেন্টাম ধরে রাখতে পারব।’

আজ একই মাঠে দ্বিতীয় টি-২০।

সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ৯২/৯ (আইয়ুব ১৭, তাহির ১৬, ওয়াসিম ১৮, শাদাব ১২; ফারুকি ২/১৩, মুজিব ২/৯, নবি ২/১২)

আফগানিস্তান ১৭.৫ ওভারে ৯৮/৪ (গুরবাজ ১৬, নবি ৩৮*, নাজিবউল্লাহ ১৭*; ইহসানউল্লাহ ২/১৭)।