ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

গত শুক্রবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করে। কমলাপুর স্টেডিয়ামে চলমান এ টুর্নামেন্টে আগের ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে হেরে মাঠ ছেড়েছিলেন রুমা আক্তার বাহিনী। পরের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্বাগকিরা।

ম্যাচের ৭৪ মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ। ভারতের সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ। নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ-শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন।

শেষে ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে লীগের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

রবিবার, ২৬ মার্চ ২০২৩ , ১২ চৈত্র ১৪২৯, ০৩ রমজান ১৪৪৪

নারী সাফ অ-১৭

ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্রীড়া বার্তা পরিবেশক

গত শুক্রবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করে। কমলাপুর স্টেডিয়ামে চলমান এ টুর্নামেন্টে আগের ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে হেরে মাঠ ছেড়েছিলেন রুমা আক্তার বাহিনী। পরের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্বাগকিরা।

ম্যাচের ৭৪ মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ। ভারতের সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ। নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ-শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন।

শেষে ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে লীগের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।