স্বাধীনতা দিবসে কামাল আহমেদের ‘দেশের মাটি’

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২৭তম রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবাম “দেশের মাটি” প্রকাশ পেয়েছে। তিনি জানিয়েছেন ২৬ মার্চ সকালে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়েছে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। এ্যালবামের গানগুলো হলো- ও আমার দেশের মাটি, সার্থক জনম আমার, যে তোমায় ছাড়ে ছাড়–ক, বাংলার মাটি বাংলার জল, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, ব্যর্থ প্রাণের আবর্জনা, এখন আর দেরি নয়, সংকোচের বিহবলতা, নিশিদিন ভরসা রাখিস, যদি তোর ডাক শুনে কেউ না আসে।

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪

স্বাধীনতা দিবসে কামাল আহমেদের ‘দেশের মাটি’

বিনোদন প্রতিবেদক

image

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ২৭তম রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবাম “দেশের মাটি” প্রকাশ পেয়েছে। তিনি জানিয়েছেন ২৬ মার্চ সকালে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়েছে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। এ্যালবামের গানগুলো হলো- ও আমার দেশের মাটি, সার্থক জনম আমার, যে তোমায় ছাড়ে ছাড়–ক, বাংলার মাটি বাংলার জল, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, ব্যর্থ প্রাণের আবর্জনা, এখন আর দেরি নয়, সংকোচের বিহবলতা, নিশিদিন ভরসা রাখিস, যদি তোর ডাক শুনে কেউ না আসে।