সর্বাধিক উইকেট শিকারের দ্বারপ্রান্তে সাকিব

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের।

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজে ৪ উইকেট নিলেই সর্বোচ্চ শিকারি হিসেবে রেকর্ড গড়বেন সাকিব।

১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ শিকারির রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪

সর্বাধিক উইকেট শিকারের দ্বারপ্রান্তে সাকিব

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের।

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজে ৪ উইকেট নিলেই সর্বোচ্চ শিকারি হিসেবে রেকর্ড গড়বেন সাকিব।

১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ শিকারির রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।